নভেম্বরেও কি সঙ্গী বৃষ্টি? কবে থেকে বাংলায় জাঁকিয়ে পড়বে শীত, জানিয়ে দিলো হাওয়া অফিস

বাংলা হান্ট ডেস্কঃ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অবসান ঘটিয়ে ইতিমধ্যে গোটা বাংলা জুড়ে বিরাজ করে চলেছে শুষ্ক আবহাওয়া। ভোর এবং রাতের দিকে বেশ শীতল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী। তবে এর মাঝেই পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা সৃষ্টি হওয়ার কারণে বৃষ্টির পাশাপাশি তুষারপাতের সম্ভাবনা জাহির করা হয়েছে। নভেম্বরের মাঝামাঝি সময় থেকে শীত (Winter) বঙ্গে প্রবেশ করতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া অফিসের।

আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা : ৩১.৭° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২০.৮° সেলসিয়াস
আর্দ্রতা : ৭২%
বাতাস : ১৫ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৩০%

আজকের আবহাওয়া
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা একপ্রকার নেই বললেই চলে। এক্ষেত্রে বর্ষার মরসুম শেষে ইতিমধ্যে শীতল আমেজ বজায় থাকছে গোটা দিন। এক্ষেত্রে ভোর এবং রাতের দিকে ঠান্ডা আবহাওয়া থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন শুকনো আবহাওয়া বিরাজ করবে গোটা বাংলায়। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৭২%।

উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে এবার বঙ্গের দক্ষিণ প্রান্তে বৃষ্টিপাতের পরিমাণে ঘাটতি দেখা দেয়। এক্ষেত্রে একের পর এক ঘূর্ণিঝড়ের কারণে বেশ খানিকটা বৃষ্টিপাত হলেও তার পরিমাণ ছিল কম। বর্তমানে অবশ্য বর্ষা শেষে বঙ্গের দরজায় কড়া নেড়ে চলেছে শীত। এক্ষেত্রে সকাল এবং রাতের দিকে ঠান্ডা হাওয়া উপভোগ করা গেলেও রোদ বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা গরম অনুভূত হয়ে চলেছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস, নভেম্বরের মাঝামাঝি সময় থেকে বাংলায় পরিবর্তন হতে চলেছে আবহাওয়া। এক্ষেত্রে ওই সময় থেকে ধীরে ধীরে শীত প্রবেশ করতে চলেছে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

অপরদিকে, উত্তরবঙ্গে বিগত বেশ কয়েকদিন ধরে শুষ্ক আবহাওয়া বিরাজ করে চলেছে। তবে বর্তমানে পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা সৃষ্টি হওয়ার কারণে পার্বত্য জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা জাহির করা হয়েছে। একইসঙ্গে সিকিম এবং পার্শ্ববর্তী অঞ্চলে তুষারপাত হতে পারে।

weather 24

আগামীকালের আবহাওয়া 
আগামী কয়েক দিন গোটা বাংলা জুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকতে চলেছে। এক্ষেত্র পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা জাহির করা হলেও নভেম্বরের মাঝামাঝি সময় থেকে শীত প্রবেশ করবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Sayan Das

সম্পর্কিত খবর