বাংলাহান্ট ডেস্ক : আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস দিল হাওয়া অফিস। আগামী দুদিন বিভিন্ন জেলায় বজ্রপাত সহ শিলাবৃষ্টি ও ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝড়ের সম্ভাবনার কথা শোনাল আবহাওয়া দপ্তর (Alipore Meteorological Department)। বঙ্গোপসাগর থেকে পশ্চিমাঞ্চলে সৃষ্টি হয়েছে নিম্নচাপ। এরই সাথে বেড়েছে আদ্রতা। এই দুইয়ের ফলে শুক্র ও শনিবার জেলাগুলোতে তুমুল তাণ্ডব চালাতে পারে আবহাওয়া। এই মর্মে সতর্কতা জারি করেছে নবান্ন।
বজ্রবিদ্যুৎ (Thunderstorm) সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal) বিস্তীর্ণ এলাকা জুড়ে। দক্ষিণবঙ্গে গত রবিবার থেকে কিছুটা করে আবহাওয়ার পরিবর্তন হয়েছে। কলকাতা ও তার সংলগ্ন অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গে বেশ কিছুদিন ধরে বৃষ্টি চলছে। এরই মধ্যে আবহাওয়া দপ্তর বলছে আগামী ৩১ মার্চ পর্যন্ত সারা বাংলা জুড়ে বৃষ্টিপাত হতে পারে। এর সাথে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে।
জানা যাচ্ছে, বৃষ্টির প্রভাব সব থেকে বেশি থাকবে উপকূলবর্তী এলাকায়। বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর ও ২৪ পরগনায়। আগামী কয়েক দিন বৃদ্ধি পাবে দিন ও রাতের তাপমাত্রা। বিগত কয়েকদিন ধরে বৃষ্টিপাতের ফলে বাতাসে আদ্রতার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই কারণে বেড়েছে অস্বস্তি। অন্যদিকে, আগামীকাল কলকাতার আকাশ মেঘলা থাকবে।
আজ বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকলেও আগামীকাল থেকে কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে, মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের (North Bengal) দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। এছাড়াও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদহ ও দুই দিনাজপুরে। উত্তরবঙ্গে আবার হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।