মেঘলা আকাশ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সতর্কতা জারি! শীতের আগমন কবে? বড় আপডেট

Published On:

বাংলা হান্ট ডেস্ক: বাংলাজুড়ে হিমেল বাতাস। ভরা হেমন্তে এখন শীতকাতুরে বাঙালির একটাই প্রশ্ন শীত (Winter) কবে আসবে! সম্প্রতি পারদ নীচে নামলেও গত তিন-চারদিনে ফের কিছুটা বেড়েছে তাপমাত্রা (Temperature)। এদিকে শুক্রবার থেকে রাজ্যের (West Bengal) বিভিন্ন জেলায় হালকা বৃষ্টি (Rain) হচ্ছে। আজ শনিবারও বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত চলবে এই বৃষ্টি।

আবহাওয়া দফতর জানাচ্ছে, পুবালি হাওয়ার প্রভাব বাড়ছে। সঙ্গে রাজ্যে ঢুকছে জলীয় বাষ্প। এর জেরেই আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকবে। রবিবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal)। এমনকী, কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতায় (Kolkata Weather)। উল্লেখ্য, শুক্রবার দুপুর থেকে বিভিন্ন জেলায় হালকা বৃষ্টি হয়েছে। বাদ যায়নি কলকাতাও।

তবে হাওয়া অফিস জানাচ্ছে, বৃষ্টির পর মেঘ কেটে গেলে আবারও তাপমাত্রা নামতে পারে। মঙ্গলবার থেকে রাতের পারদ ফের কিছুটা কমতে পারে। ফিরতে পারে শীতের আমেজ। তবে নভেম্বর মাস পড়ে গেলেও শীত কবে পাকাপাকিভাবে পড়বে তা এখনও জানায়নি হাওয়া অফিস।

rain weather5

এদিকে শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

সম্পর্কিত খবর

X