ধেয়ে আসছে দুর্যোগ! আগামী ২-৩ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের ৯ জেলাতে: আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক : সত্যি হল আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস। বুধবার সকাল থেকেই আকাশের মুখ ভার। কোথাও হালকা আবার কোথাও মাঝারি বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলি। বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও‌। হাওয়া অফিসের (India Meteorological Department) পূর্বাভাস অনুযায়ী, আর কয়েক ঘন্টা পরেই ধেয়ে আসবে দুর্যোগ।

বসন্তের স্নিগ্ধ বাতাসে গা জুড়ানোর সময়ে বাংলার উপর নেমে এসেছে কালবৈশাখীর ছায়া। বজ্রপাত সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। অন্ধকার আকাশ জানিয়ে দিয়েছে, আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই ঝেঁপে বৃষ্টি নামতে চলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। সাথে বইবে ঝোড়ো হাওয়া।

ইতিমধ্যেই কলকাতা সহ ৯ জেলার মানুষদের সতর্ক করেছে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আগামী শুক্রবার পর্যন্ত। একই সাথে বইবে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। পাল্লা দিয়ে নামবে পারদ মাত্রাও। তবে সপ্তাহান্তে খানিকটা কমবে বৃষ্টির দাপট।

আরও পড়ুন : DA মামলার পরবর্তী শুনানি নিয়ে বড় আপডেট, মাথায় হাত বাংলার সরকারি কর্মীদের

l89220230527085715

উল্লেখ্য, আজ কলকাতা সহ পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগণা জেলার উদ্দেশ্য সতর্কতা জারি করেছে মৌসম ভবন। ঝড়বৃষ্টির সময় বাড়ির মধ্যেই থাকার নির্দেশ দিচ্ছে আবহাওয়া দফতর। যাদের কাঁচা বাড়ি তাদেরও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরামর্শ আবহাওয়াবিদদের।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর