বাংলায় করোনা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নয় কেন্দ্র। তাই রাজ্যে পরিদর্শন করতে আসবে কেন্দ্রের এক টিম। পশ্চিমবঙ্গে করোনা ভাইরাস সংক্রান্ত রিপোর্ট গোপন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। যার পর কেন্দ্র একটা টিম বাংলায় পাঠানোর সিধান্ত নিয়েছে। সারা দেশে প্রায় ষোলো হাজার মানুষ আক্রান্ত এর মধ্যে প্রায় ৫৫০ জন মারা গেছেন। ২০০০ এর বেশি জন সুস্থ হয়ে ফিরেছেন না বা পরে নেগেটিভ রিপোর্ট এসেছে।
মোদী সরকার দ্বিতীয় দফায় লকডাউন ঘোষণা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের উপর কাজ করছে। রাজ্য সরকারগুলিও কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নেমে পড়েছে।তাও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে এখনও বেশকিছু রাজ্যে মানুষের অসচেতনা দারুণভাবে চোখে পড়ছে। কেউ চায়ের দোকানে আড্ডা জমাচ্ছে তো কেউ আবার নানা বাহানা দিয়ে লকডাউনের উলঙ্ঘন করছে। যার মধ্যে পশ্চিমবঙ্গের নানা এলাকার নাম সামনে এসেছে। জনগণের এমন অসচেতনতার জন্য কেন্দ্রের ঘুম উড়েছে। কারণ এতে দ্বিতীয় দফার লকডাউন বিফল হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে।
কালিম্পং, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, জলপাইগুড়ি, দার্জিলিং জেলায় পরিস্থিতি ঠিক বলে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে দাবি করা হয়েছে। সেহেতু কেন্দ্র বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী প্রতিনিধি দল প্রেরণ করে রিপোর্ট নেওয়ার সিধান্ত নিয়েছে। ৩৫(১), ৩৫(২), ৩৫(২)(A), ৩৫(২)(E) এবং ৩৫(২)(I) ধারা অনুযায়ী কেন্দ্র রাজ্যে এই অধিকার প্রয়োগ করবে।
প্রাপ্ত খবর অনুযায়ী, একটা দল হাওড়া, পূর্ব মেদিনীপুর ও উত্তর চব্বিশ পরগনায় যাবে। অন্য দল জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং। এই টিম দুটি জেলাগুলি লকডাউন পরিস্থিতি, স্বাস্থ্য বিভাগের সক্রিয়তা ইত্যাদি খতিয়ে দেখবে বলে মনে করা হচ্ছে।