শার্দূলের লড়াই ব্যর্থ! কোহলি, রোহিতহীন ভারত অসহায় আত্মসমর্পণ করলো দুর্বল ক্যারিবিয়ানদের কাছে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (West Indies vs India) খুঁড়িয়ে খুঁড়িয়ে জয় দিয়ে ওডিআই সিরিজে অভিযান শুরু করেছিল রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দল (Indian Cricket Team)। কিন্তু ভারতের ব্যাটিং একেবারেই সন্তুষ্ট করতে পারেনি সমর্থকদের। মূলত বোলারদের পারফরম্যান্সেই দুর্বল ওয়েস্ট ইন্ডিজকে কোনওক্রমে হারাতে সফল হয়েছিল মেন ইন ব্লুজ। তাই সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতীয় দলে কোনও পরিবর্তন থাকবে কিনা সেই নিয়ে সকলেই কৌতূহলী ছিলেন।

কিন্তু যে পরিবর্তন এদিন দেখা গেল তার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না ভারতীয় সমর্থকরা। দ্বিতীয় ওডিআই ম্যাচের ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে বর্তমান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে! ফলে দ্বিতীয় ওডিআই ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন এই মুহূর্তে সাধারণভাবে ওডিআই ফরম্যাটে সহ অধিনায়কের দায়িত্বে থাকা হার্দিক পান্ডিয়া। কিন্তু কোহলি ও রোহিতের অনুপস্থিতিতে যা হলো তা একেবারেই প্রত্যাশিত ছিল না।

দ্বিতীয় ওডিআই ম্যাচে ফের একবার ব্যাট হাতে জ্বলে উঠেছেন ঈশান কিষাণ। মাত্র ৫১ বলে নিজের ওডিআই কেরিয়ারের পঞ্চম হাফ সেঞ্চুরিটা আজ তুলে নিয়েছেন তিনি। শেষপর্যন্ত ড্রেসিংরুমে ফিরেছেন ৫৫ বলে ৫৫ রান করে। তার সঙ্গে শুভমান গিলই ওপেন করছেন। ঈশানের তুলনায় বেশ কিছুটা সংযত ভঙ্গিতে ব্যাটিং করছিলেন তিনি। কিন্তু মাত্র ৩৪ রান করে তিনি আজও ড্রেসিংরুমে ফিরেছেন। কিন্তু একটা বিষয় মনে রাখার মত সেটা হলো দুজনেই এই রান করতে গিয়ে আজকে একবার করে জীবন দান পেয়েছিলেন। তারা দুজন আউট হওয়ার একে একে ফিরে গিয়েছেন স্যামসন, অক্ষর ও হার্দিক, সূর্যকুমাররা। ১৬.৪ ওভারে ৯০/০ থেকে ৪০.৫ ওভারে ১৮১ রানে অলআউট হয়ে যায় ভারত।

ishan 4th 50

বোলিংয়ের ক্ষেত্রে আজ শার্দূল ঠাকুর একা অনেকটা চেষ্টা করেছিলেন। অষ্টম থেকে ত্রয়োদশ ওভারের মধ্যে তিনটে উইকেট তুলে নিয়ে তিনি ক্যারিবিয়ান শিবিরে ধাক্কা দিয়েছিলেন ঠিকই। কিন্তু ভারতীয় বোলিংয়ের সামনে পাহাড় হয়ে দাঁড়ান ক্যারিবিয়ান অধিনায়ক সাই হোপ (৬৩*)। তাকে যোগ্য সঙ্গত দেন কেসি কার্টি (৪৮*)। ৩৬.৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিবিয়ানরা।

বিশ্বকাপের আগে হার্দিক পান্ডিয়ারা আজ যেভাবে আত্মসমর্পণ করলেন তা দেখে রীতিমতো চিন্তায় ভারতীয় ভক্তরা। বার্বাডোসের পিচে আজ অতিরিক্ত বাউন্স ছিল এবং সেই বাউন্সের সামনে অসহায় দেখিয়েছে ভারতীয় ব্যাটারদের। সময় এবং বিরাট কোহলি না থাকলে যদি ভারতীয় ব্যাটিংয়ের এমন অবস্থা হয় তাহলে এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে সেটা যথেষ্ট চিন্তার বিষয়।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর