গৌরনাথ চক্রবর্ত্তী,৩১ মেঃ নটিংহ্যামে ক্রিকেট বিশ্বকাপের খেলায় শুক্রবার মুখোমুখি হয় পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে পাকিস্তানকে হারিয়ে প্রথম খেলাতেই জয়লাভ করে।
এদিন টসে জিতে ফ্লিডিং করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং।ফকর জামান ২২,বাবর আজাম ২২,ইমাম উল হক ২,এইচ সোহেল ৮,এস আহমেদ ৮,এম হাফেজ ১৬,শাদাব খান০,ওয়াহাবি রাজ ১৮,ওয়াসিম ১ রান করে ন।পাকিস্তান ২১.৪ ওভারে ১০৫ রানে অলআউট হয়ে যায়। ১০৫ রান হল বিশ্বকাপে পাকিস্তান দলের দ্বিতীয় নিম্ন স্কোর।এর আগে ১৯৯২ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭৪ রানে অলআউট হয়ে গিয়েছিল পাকিস্তান।
ওয়েস্ট ইণ্ডিজের থমাস ৪ টি উইকেট নেন। হোল্ডার ৩ টি উইকেট নেন,রাসেল ২ টি উইকেট নেন।১০৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নামে ওয়েস্ট ইন্ডিজ।ক্রিস গেইল বেশ টি টোয়েন্টি সুলভ ছন্দেই খেলেছেন।ক্রিস গেইল ৩৪ বলে ৫০ রান করে আউট হন। ব্রাভো কোনো রান না করেই আউট হন।এস হোপ ১১ রানে আউট হন।
এন পুরাণ ৩৪ ও এস হেটমার ৭ রানে অপরাজিত থাকেন।ওয়েস্ট ইণ্ডিজ ১৩.৪ ওভারে ৩ উইকেটে ১০৮ রান তোলে।পাকিস্তানের এম আমির ৩ টি উইকেট নেন।পাকিস্তানকে হেলায় হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ অভিযান শুরু করল।