আজ তিরুঅনন্তপুরে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ ছিল। এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কায়রণ পোলার্ড। ফলে প্রথমে ব্যাটিং করতে আসে ভারতীয় দল। ব্যাটিং করতে এছে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় ভারত। সেই সময় দলের হাল ধরেন অধিনায়ক বিরাট কোহলি এবং শিবম দুবে।
ভারতের হয়ে এইদিন দুর্দান্ত ব্যাটিং করেন তরুণ ক্রিকেটার শিবম দুবে। মাত্র 30 বলে 54 রানের ইনিংস খেলেন তিনি। এছাড়াও ভারতের হয়ে ভালো ব্যাটিং করেন ঋষভ পন্থ, 22 বলে 33 রানের ইনিংস খেলেন তিনি। এদের ব্যাটের উপর ভর করে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 170 রান করে ভারতীয় দল। ভারতের স্কোরকার্ড:- Rohit15(18), Rahul11(11),Shivam Dube54(30), Kohli(c)19(17), Pant(wk)33(22)Shreyas Iyer10(11), Jadeja9(11), Washington Sundar0(1), Chahar1(1)
জবাবে ব্যাট করতে নেমে 9 বল বাকি থাকতে মাত্র দুই উইকেট হারিয়েই জয়ের জন্য উপযুক্ত রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। এইদিন শুরু থেকেই ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার লুইস এবং সিমন্স আক্রমণাত্মক মনোভাব দেখায়। সিমন্সের 45 বলে 67 এবং লুইসের 35 বলে 40 রানের উপর ভর করে মাত্র দুই উইকেট হারিয়েই ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ের ফলে এই মুহূর্তে 1-1 হল সিরিজ অর্থাৎ সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি হবে সিরিজ নির্ণায়ক ম্যাচ।