মাঠের মধ্যে প্রতিপক্ষকে কটুক্তি যশস্বীর, ঘাড়ধাক্কা দিয়ে তাকে বার করে দিলেন তারই অধিনায়ক অজিঙ্কা রাহানে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দলীপ ট্রফি ফাইনাল খেলতে নেমে পশ্চিমাঞ্চলের অধিনায়ক অজিঙ্কা রাহানে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন। ম্যাচিউরড মাঝে নিজের দলের সতীর্থ তরুণ বাঁহাতি ব্যাটার যশস্বী জয়সওয়ালকে মাঠ থেকে বার করে দিলেন তারকা ক্রিকেটার। গতকাল দক্ষিণাঞ্চল বনাম পশ্চিমাঞ্চল ম্যাচ চলাকালীন এই ঘটনা ঘটেছে। অজিঙ্কা রাহানে এই সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ক্রিকেট ভক্তদের মধ্যে।

এর আগে এই ম্যাচটির দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত দ্বিশতরান করে পশ্চিমাঞ্চলের বড় ব্যবধানে জয় ছিনিয়ে আনার ব্যাপারে বড় ভূমিকা নিয়েছিলেন যশস্বী। কিন্তু অধিনায়ক অজিঙ্কা রাহানে গতকাল বুঝিয়ে দিয়েছেন যে খেলার মাঠে অনুশাসন টাই আসল আপনি যদি দুর্ব্যবহার করেন তাহলে আপনি যেই হোন না কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে।

কাল দক্ষিণাঞ্চলের ক্রিকেটার রবি তেজা যখন ব্যাটিং করতে এসেছিলেন তখন তাকে নির্মমভাবে স্লেজিং করছিলেন যশস্বী। ব্যাপারে মাঠে উপস্থিত আম্পায়ারদের কাছে অভিযোগ জানান দক্ষিণাঞ্চলের ওই ক্রিকেটার। তিনি বলেন যশস্বী যে ভাষায় তাকে লেজ করছে তা একেবারেই মেনে নেওয়া সম্ভব নয়। ঘটনা অবশ্য বেশ কিছুক্ষণ ধরে চলছিল এবং যশস্বীকে আগেও সাবধান করা হয়েছিল।

রবি তেজার অভিযোগের পর আম্পায়াররা পশ্চিমাঞ্চলের অধিনায়ক অজিঙ্কা রাহানে সঙ্গে কথা বলেন এবং সেই কথা বার্তার পর রাহানেকে মাঠের বাইরে পাঠাতে দু-বার ভাবেননি। যশস্বীকে বেশ ক্ষুণ্ন মনেই মাঠ থেকে বেরিয়ে যেতে দেখা যায় এবং তার জায়গায় সত্যজিৎ বাচ্চভ সাবস্টিটিউট ফিল্ডার হিসেবে ফিল্ডিং করতে নামেন।

সাত ওভারে মাঠের বাইরে থাকার পর ফের মাঠে ফেরানো হয়। শেষ পর্যন্ত পশ্চিমাঞ্চল ২৯৪ রানের ব্যবধানে জয় পায় এবং যশস্বী ম্যাচের সেরা খেলোয়াড় ঘোষণা করা হয়। তরুণ ক্রিকেটারদের সঙ্গে জড়িত ঘটনাটি নিয়ে রাহানেকে ম্যাচের পরে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি সবসময় মনে করি নিজের প্রতিপক্ষ ম্যাচ আম্পায়ার এবং ম্যাচ অফিসিয়ালদের সম্মান দেওয়া উচিত তাই আমাকে কিছু পদক্ষেপ নিতে হয়েছে কিছু বিশেষ কারণের জন্য।” এই এই কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য রাহানেকে অভিনন্দন জানিয়েছেন আবার অনেকে মনে করেছেন যে সরাসরি ক্যামেরার সামনে ঐভাবে অপমানজনকভাবে তাকে বার না করে দিয়ে ওভার শেষ হওয়ার পর ফিল্ডিং বদলের মাঝখানে এই কাজটা করা যেত।

Reetabrata Deb

সম্পর্কিত খবর