বাড়িতে বাথরুম নেই তাই পায়খানা করতে এসেছি! লকডাউনে রাস্তায় বেরিয়ে পুলিশকে সোজাসাপ্টা উত্তর ব্যাক্তির

বাংলা হান্ট ডেস্কঃ আজ বৃহস্পতিবার করোনার সংক্রমণ কমাতে গোটা রাজ্যে (West Bengal) লকডাউন (Lockdown) ডাকা হয়েছে। যদিও শুধু আজ না, শনিবারও লকডাউন থাকবে। এখন থেকে প্রতি সপ্তাহে দুই দিন করে রাজ্যে লকডাউন জারি থাকবে। তবে এই লকডাউনে সমস্ত জরুরী পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে। এর সাথে সাথে এও জানানো হয়েছে যে, কেউ যদি অকাজে বাইরে বের হন, তাহলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

263580 paikhana2

প্রশাসনের কড়া নির্দেশিকার পর ভাবা হচ্ছিল যে, কেউ আর কোন অযথা কাজে ছুতো দিয়ে বাড়ি থেকে বের হবেন না। তবে বাধ সাধল এক ব্যাক্তি। পুলিশ ওই ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ করে এমন উত্তর পেল যে, সেটা শুনে আমরা হাঁসব না কাঁদব বুঝে উঠতে পারছি না। ওনার দেওয়া উত্তর সত্যিই হয়রান করে দেবে আমাকে।

রাস্তায় স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি পড়া এক ব্যাক্তিকে দেখে পুলিশ কর্মিরা বুঝে গেছিলেন যে, তিনি কোন কাজে বের হননি। যদিও ওনার মুখে মাস্ক পড়া ছিল ভাগ্যক্রমে। ওনাকে ধরে যখন পুলিশ কর্মীরা রাস্তায় বের হওয়ার কারণ জিজ্ঞাসা করেন। তখন উত্তর শুনে আকাশ ভেঙে পড়ে পুলিশের মাথায়। একটি দৈনিক সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে পুলিশকে সোজাসাপ্টা জবাব দেন তিনি।

স্যান্ডো গেঞ্জি, লুঙ্গি আর মুখে মাস্ক পড়া ব্যাক্তিকে পুলিশ রাস্তায় বের হওয়ার কারণ জিজ্ঞাসা করলে, তিনি উত্তর দেন ‘বাড়িতে বাথরুম নে, তাই পায়খানা আর স্নান করতে বেরিয়েছি।” ওনার এই অদ্ভুত উত্তরে অবাক হয়ে যান পুলিশ কর্মীরা। নিউ আলিপুর মোড়ে পুলিশকে অকপট উত্তর দেওয়া এই ব্যাক্তি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ওনার এই উত্তর সেই জনতা কার্ফুর দিনে চা খেতে রাস্তায় বের হওয়া ব্যাক্তির উত্তরের সাথে অনেকটাই মিলে যাচ্ছে, যিনি বলেছিলেন, ‘চা খেতে এসেছি, আড্ডা মারতে নয়, চা খাওয়া হয়েগেছে, চলে যাচ্ছি।”


Koushik Dutta

সম্পর্কিত খবর