ষষ্ঠীতেই বঙ্গোপসাগরে ঘণীভূত হবে নিম্নচাপ! তবে কি পুজোতে ভাসবে বাংলা? ভয়াবহ আপডেট

Published On:

বাংলাহান্ট ডেস্ক : দেশ জুড়ে ক্ষণে ক্ষণে পাল্টাচ্ছে আবহাওয়া। ইতিমধ্যেই দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে অবস্থিত একটি ঘূর্ণাবর্ত শক্তিবৃদ্ধি করছে। এমনকি সেটি ক্রমাগত সরে গিয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে বলেও জানা গিয়েছে। তার সাথেই আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে নিম্নচাপের পূর্বাভাস মিলেছে।

ষষ্ঠীর দিন থেকেই ঘূর্ণাবর্ত নিম্নচাপের রূপধারণ করবে। ফলে, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি ভাসবে পুজো? তবে আইএমডির পূর্বাভাসে বলা হয়েছে যে, নিম্নচাপের জেরে ওড়িশার সুন্দরগড়, কেওনঝার, ময়ূরভঞ্জ, বালাসোর, ভদ্রক, কেন্দ্রপাড়া, জগৎসিংহপুর, পুরীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরোও পড়ুন : এখানে প্রতিদিন তিনবার করে রূপ-রঙ বদলায় দেবী দুর্গার মূর্তি! আজও অধরা এই মন্দিরের রহস্য

শুধু তাই নয়, এই নিম্নচাপের কারণেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে গঞ্জাম, গজপতি ও কোরাপুট জেলার এক বা দুই জায়গায়। তবে এখনই ভয় নেই বাংলার। তবে শনিবারের পর থেকে বদলে যেতে পারে আবহাওয়া। কারণ ইতিমধ্যেই আরবসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত।

durga puja weather

এই আবহে আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির কোনও সম্ভবনা নেই বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। এদিকে ১৭ এবং ১৮ অক্টোবর উত্তরের তিনটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X