সবুজ প্রকৃতির মাঝে বিলাসিতার সমস্ত আয়োজন, ঘুরে দেখুন সলমনের ৮০ কোটি টাকার ফার্মহাউস

বাংলাহান্ট ডেস্ক : সলমন খানের পানভেল ফার্মহাউসের (Farmhouse) কথা তো এতদিনে সকলেই জেনে গিয়েছেন। করোনাকালে যখন দেশে অচলাবস্থা দেখা দিয়েছিল, সকলেই ঘরবন্দি হয়ে পড়েছিলেন তখন সংবাদ শিরোনামে উঠে এসেছিল সলমনের এই ফার্মহাউস (Farmhouse)। গোটা করোনা কালটা এই ফার্মহাউসেই কাটিয়েছিলেন অভিনেতা। তিনি একা নন। কখনো তাঁর প্রাক্তন প্রেমিকা ইউলিয়া, কখনো অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে দেখা গিয়েছিল এই ফার্মহাউসে (Farmhouse)। এমনকি সলমনের একটি মিউজিক ভিডিওর শুটিংও হয়েছিল এই ফার্মহাউসে।

আধুনিকতার সব সুবিধা রয়েছে সলমনের ফার্মহাউসে (Farmhouse)

মুম্বই শহর থেকে দূরে পানভেলে রয়েছে সলমনের এই ফার্মহাউস (Farmhouse)। নিজের আদরের বোন অর্পিতা খানের নামে নামাঙ্কিত সলমনের এই অর্পিতা ফার্মহাউস। প্রায় ১৫০ একর জায়গা জুড়ে রয়েছে ফার্মহাউসটি (Farmhouse)। চতুর্দিকে সবুজে ঘেরা প্রকৃতির মাঝে অবস্থিত এই ফার্মহাউস (Farmhouse) শহুরে ব্যস্ত জীবন থেকে দেয় দু দণ্ড শান্তির খোঁজ দেয়। তবে এই ফার্মহাউস এমন ভাবেই তৈরি যেখানে প্রকৃতির কাছাকাছি থাকার পাশাপাশি পাওয়া যাবে সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধাও। কী কী আধুনিক সুবিধা রয়েছে সলমনের এই ফার্মহাউসে (Farmhouse)?

   

আরো পড়ুন : কয়েক মাসেই শেষ ‘কে প্রথম কাছে এসেছি’, সিরিয়ালের মাকে জড়িয়ে ধরে হাউহাউ করে কাঁদল ছোট্ট মিহি

কী কী সুযোগ সুবিধা রয়েছে

একথা কারোরই অজানা নয় যে, সলমন খুবই ফিটনেস ফ্রিক। ৫০ পেরিয়েও নিয়মিত শরীরচর্চা করেন তিনি। জিম ছাড়া থাকতেই পারেন না অভিনেতা। তাই একথা বলা বাহুল্য যে পানভেল ফার্মহাউসেও (Farmhouse) থাকবে জিম। জানা যাচ্ছে, সমস্ত আধুনিক যন্ত্রপাতি সহযোগে এই জিম নাকি ফার্মহাউসের অন্যতম আকর্ষণ।

আরো পড়ুন : লুচি-আলুরদম থেকে পোলাও-মাংস, নিজে হাতে রেঁধে প্রসেনজিৎকে পাত পেড়ে খাওয়াবেন ঋতুপর্ণা

রয়েছে কৃষিকাজের সুযোগ

আধুনিক সুযোগ সুবিধার পাশাপাশি সলমনের এই ফার্মহাউসে (Farmhouse) রয়েছে কৃষিকাজ করার ব্যবস্থা। করোনার সময়ে প্রায়ই কাদামাটি মেখে কৃষিকাজ করতে দেখা যেত অভিনেতাকে। পাশাপাশি এখানে রয়েছে ঘোড়ার আস্তাবলও। ফার্মহাউসে (Farmhouse) সলমন এবং জ্যাকলিনকেও ঘোড়ায় চড়ে ঘুরতে দেখা গিয়েছিল।

Farmhouse

পানভেল ফার্মহাউসটিকে (Farmhouse) আধুনিকতার পাশাপাশি আভিজাত্য দিয়েও সাজিয়েছেন সলমন। বিরাট কাঁচের জানলার সঙ্গে সঙ্গে কাঠের মেঝে আলাদা মাত্রা দিয়েছে ফার্মহাউসের ইন্টিরিয়রকে। এছাড়াও এখানে রয়েছে একটি বিশাল সুইমিং পুল। রিসর্ট স্টাইলে লাউঞ্জ চেয়ার, একটি বিরাট বুদ্ধর ছবি সহ দারুণ পুল এরিয়া রয়েছে ফার্মহাউসে। এবার প্রশ্ন হল, এই বিলাসবহুল ফার্মহাউসটির দাম কত? রিপোর্ট অনুযায়ী, প্রায় ৮০ কোটি টাকা মূল্য সলমনের এই ফার্মহাউসের।

Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর