বাংলা হান্ট ডেস্কঃ বাবার পর সদ্য গ্রেফতার হয়েছেন কেষ্ট কন্যা সুকন্যা মণ্ডল (Sukanya Mondal)। গত বছরের আগস্ট মাসে গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছিলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। তার এক বছরের মধ্যেই মেয়ে সুকন্যাকে গতকাল গ্রেফতার করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)। কাল থেকেই ইডি হেফাজতে তিনি। বাবা তো বহু মাস ধরে জেলবন্দি তবে সুকন্যার কাল প্রথম রাত ছিল ইডি অফিসে। ইডি হেফাজতের প্রথম দিনে কি খেলেন সুকন্যা? ঘুম হল? কেমন কাটলো গতকালের রাত?
বুধবার গোটা রাতই ইডি অফিসে কাটিয়েছেন সুকন্যা মণ্ডল। গতকাল রাত সাড়ে আটটা নাগাদ দিল্লির আরএমএল হাসপাতালে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাত প্রায় ন’টা নাগাদ ফের ইডি অফিসে নিয়ে আসা হয় তাকে। এরপরই দেওয়া হয় রাতের খাবার। ইডি সূত্রের খবর, ডিনারে তার মেনুতে ছিল রুটি,সবজি ও স্যুপ।
আজ অর্থাৎ বৃহস্পতিবার অনুব্রত কন্যাকে রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। আপাতত তাকে পাঁচদিনের ইডি হেফাজতে চাইতে পারেন তদন্তকারী আধিকারিকরা। প্রসঙ্গত, পূর্বে একাধিকবার সুকন্যাকে একাধিকবার জেরার জন্য দিল্লি ডেকে পাঠিয়েছিল ইডি। কিন্তু, প্ৰতিবারই অসুস্থতার কারণ জানিয়ে হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন সুকন্যা।
এরপর বুধবার দুপুর ১২টার পর প্রবর্তন ভবনে ইডির অফিসে হাজিরা দিতে হাজির হন সুকন্যা। দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর কেষ্ট কন্যার কথায় অসঙ্গতি ধরা পড়েছে বলে তাকে গ্রেফতার করে গোয়েন্দা সংস্থা। নানা প্রশ্ন এড়িয়ে যাওয়ায় তদন্তে অসহযোগিতার অভিযোগে অবশেষে গ্রেফতার হন কেষ্ট কন্যা।
উল্লেখ্য, সুকন্যার বিপুল পরিমান সম্পত্তির উৎস নিয়ে ইডি এর আগে বেশ কয়েকবার তাকে জেরার জন্য ডেকে পাঠিয়েছিল। একজন স্কুল শিক্ষিকা হয়ে তার এত সম্পত্তির উৎস নিয়ে ধন্দে ইডি। এই কারণেই ডাকা হয় সুকন্যাকে। বারবার হাজিরা এড়িয়ে গেলেও গতকাল সরাসরি হল গ্রেফতার।