বাংলা হান্ট ডেস্ক: অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বৃহস্পতিবার লোকসভায় হট্টগোলের মধ্যে নতুন আয়কর বিল (Income Tax Bill) ২০২৫ পেশ করেছেন। এর পাশাপাশি, তিনি লোকসভার স্পিকারের কাছে বিলটি হাউসের সিলেক্ট কমিটিতে পাঠানোর অনুরোধ করেছিলেন জানিয়ে রাখি যে, গত ৭ ফেব্রুয়ারি, কেন্দ্রীয় মন্ত্রিসভা নতুন আয়কর বিল অনুমোদন করেছে। যা ছয় দশকের পুরনো আয়কর আইনকে প্রতিস্থাপন করবে। এখন প্রশ্ন হল নতুন আয়কর বিল থেকে করদাতারা কীভাবে উপকৃত হবেন এবং এটি বাস্তবায়নের পর ট্যাক্স স্ল্যাবগুলিতে আদৌ কী পরিবর্তন হবে? বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
পেশ করা হল নতুন আয়কর বিল (Income Tax Bill):
বিলের বিশেষত্ব: এই নতুন বিলটি (Income Tax Bill) প্রত্যক্ষ কর আইনকে সহজে বোঝার এবং নতুন করের বোঝা চাপানোর জন্য একটি অনুশীলন হিসেবে বিবেদিতা হবে। এতে বিধান এবং ব্যাখ্যা বা কঠিন বাক্য থাকবে না। নতুন বিলে প্রত্যক্ষ কর সংক্রান্ত আইন সহজেই বোঝা যাবে এবং অস্পষ্টতা দূর হবে। এর পাশাপাশি মামলা-মোকদ্দমা কমবে। নতুন আইনটি এমন সব সংশোধনী ও ধারা মুক্ত হবে যা আর প্রাসঙ্গিক নয়। এছাড়াও, এর ভাষা এমন হবে যে কর বিশেষজ্ঞদের সাহায্য ছাড়াই সাধারণ মানুষ এটি বুঝতে সক্ষম হবেন।
ট্যাক্স স্ল্যাবে আদৌ কী পরিবর্তন হবে: নতুন আয়কর বিল (Income Tax Bill) প্রবর্তনের সাথে ট্যাক্স স্ল্যাবগুলিতে কোনও পরিবর্তন হবে না। পুরনো কর ব্যবস্থা বা নতুন কর কাঠামোও আগের মতোই থাকবে। এদিকে, নতুন কর কাঠামো ডিফল্ট হবে। এর স্ল্যাবগুলি ২০২৫ সালের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের প্রস্তাবিত মতোই হবে বলে জানা গিয়েছে। একই সঙ্গে পুরনো কর কাঠামোও বহাল রাখা হয়েছে। এমতাবস্থায়, আপনি যদি পুরনো কর কাঠামো গ্রহণ করতে চান তবে তাদের এটি নির্বাচন করতে হবে।
আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ODI-তেই কিং কোহলির “বিরাট” রেকর্ড! টেক্কা দিলেন সচিনকেও
কী কী পরিবর্তন হয়েছে: নতুন আয়কর বিলে (Income Tax Bill) ব্যবসার জন্য ৪৪AD-এর সীমা ২ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ কোটি টাকা করা হয়েছে। এদিকে, প্রফেশনালদের জন্য এটি ৫০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭৫ লক্ষ টাকা করা হয়েছে। এদিকে, ট্যাক্স অডিট ফাইলিংয়ের তারিখ ৩০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। জল্পনা ছিল যে, ট্যাক্স অডিটের পরিধি CS এবং CMA অন্তর্ভুক্ত করার জন্য প্রসারিত করা হবে। কিন্তু ধারা ৫১৫ (৩)(b) উল্লেখ করেছে যে অ্যাকাউন্ট্যান্ট মানে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। যেটি CA সম্প্রদায়ের জন্য স্বস্তি এনেছে।
আরও পড়ুন: ফিট থাকা সত্বেও চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন জসপ্রীত বুমরাহ? সামনে এল চাঞ্চল্যকর তথ্য
১. এর পাশাপাশি পূর্ববর্তী বছরের ধারণা (যে বছর আয়কর গণনা করা হয়) এবং মূল্যায়ন বছর (যে বছর কর গণনা করা হয়) বিলুপ্ত করা হয়েছে। এটি এখন কর বছর হিসেবে পরিচিত হবে। যেটি সাধারণ মানুষের মধ্যে করের পরিভাষাকে উন্নত করবে।
২. লং টার্ম ক্যাপিটাল গেইন (LTCG) এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেইন (STCG) আগের বছরের মতোই থাকবে। এছাড়াও, ১০ কোটি টাকার টার্নওভার পর্যন্ত অডিটে ছাড় সহ ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করা হচ্ছে।
৩. এই বিলটি (Income Tax Bill) প্রবাসী ভারতীয়দের (NRI) প্রভাবিত করবে৷ বিশেষ করে যাঁরা ভারতে ১৫ লক্ষ টাকা বা তাঁর বেশি আয় করেন এবং অন্য কোথাও ট্যাক্স দেন না। ওই ব্যক্তিদের ট্যাক্সের উদ্দেশ্যে “আবাসিক” হিসেবে শ্রেণিবদ্ধ করা হবে। এমতাবস্থায়, ভারতে তাঁদের অর্জিত আয়ের ওপর কর দিতে বাধ্য হবেন। এই পদক্ষেপের লক্ষ্য ট্যাক্সের ফাঁকগুলি বন্ধ করা এবং ট্যাক্স এড়াতে NRI স্ট্যাটাসের অপব্যবহার রোধ করা।