চিনের বাঁকা কথা, পাকিস্তান বিরাট খুশি! নির্বাচনে বিজেপির ফলাফল নিয়ে কি বলছে বিশ্বের সংবাদপত্রগুলি?

   

বাংলা হান্ট ডেস্ক: লোকসভা নির্বাচনে (Lok Sabha Election) বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (National Democratic Alliance, NDA) দেশের (India) বৃহত্তম জোট হিসেবে আবির্ভূত হয়েছে। যেটি সহজেই ২৭২-এর সংখ্যাগরিষ্ঠতা অতিক্রম করেছে। যদিও, বিজেপি তার নিজস্ব ৩৭০ টি আসন এবং তার মিত্রদের সহযোগিতায় ৪০০ টিরও বেশি আসন জয়ের লক্ষ্য থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে। তবে, নরেন্দ্র মোদীর (Narendra Modi) টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এদিকে, এবারের নির্বাচনের ফলাফল নিয়ে বিদেশি গণমাধ্যমগুলির একের পর এক প্রতিক্রিয়া সামনে এসেছে। যেখানে পাকিস্তান ও চিনের গণমাধ্যমে সবচেয়ে বেশি খুশি দেখা গেছে। তবে, আমেরিকান মিডিয়া এই বিষয়ে ভারসাম্যের সাথে মতামত দিয়েছে।

পাকিস্তানের সংবাদপত্র “ডন”-এর ওয়েবসাইটে ভারতের নির্বাচনকে ঘিরে ব্যাপক কভারেজ দেওয়া হয়েছে। তার একটি নিবন্ধে বলা হয়েছে যে ভারতে ভোট গণনায়, প্রধানমন্ত্রী মোদীর জোট আশ্চর্যজনকভাবে অল্প ব্যবধানে জিতেছে। পাশাপাশি যেখানে রাম মন্দির উদ্বোধন করা হয়েছিল সেই অযোধ্যাতেও বিজেপি হেরেছে। একই সঙ্গে রাহুল গান্ধীর বক্তব্যকে প্রাধান্য দেওয়া হয়েছে যে ভোটাররা বিজেপিকে শাস্তি দিয়েছেন। ডন আরও জানিয়েছে, মোদীর হিন্দু জাতীয়তাবাদীদের তৃতীয় জয় ভারতের মুসলমানদের মধ্যে আবারও ভয় বাড়াবে। এদিকে আরেককটি নিবন্ধে, প্রধানমন্ত্রী মোদীর তৃতীয় মেয়াদে বিশ্বব্যাপী ঠিক কি প্রভাব পড়তে পারে সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করা হয়।

What are the world's newspapers saying about the results of the BJP in the election.

অপরদিকে, চিনের “গ্লোবাল টাইমস” জানিয়েছে, মোদীর জোট সামান্য ব্যবধানে জিতেছে। তাঁর তৃতীয় মেয়াদে অর্থনৈতিক সংস্কার কঠিন মিশন হয়ে উঠবে। চিনা বিশেষজ্ঞরা বলেছেন যে, এখন মোদীর চিনা উৎপাদনের সাথে প্রতিযোগিতা এবং ভারতের ব্যবসায়িক পরিবেশ উন্নত করার উচ্চাকাঙ্ক্ষা পূরণ করা কঠিন হবে। অন্যদিকে “ওয়াশিংটন পোস্ট” জানিয়েছে, এই ফলাফল বিজেপির প্রতি সমর্থন কমিয়ে দিয়েছে। যা কয়েক দশকের সবচেয়ে প্রভাবশালী ভারতীয় রাজনীতিবিদ মোদীর অপরাজেয় ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে।

আরও পড়ুন: বিরাট ধাক্কা! একদিনেই ২০৭৯৪১২৬৯৫০০০ টাকা হারালেন আদানি, সম্পদ কমলেও বাজিমাত আম্বানির

এদিকে, “দ্য গার্ডিয়ান” জানিয়েছে, নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে প্রস্তুত। কিন্তু নির্বাচনের ফলাফলে দেখা গেছে, তিনি নিরঙ্কুশ জয় পাননি। বিরোধী জোট প্রত্যাশার চেয়ে অনেক ভালো পারফরম্যান্স দেখিয়েছে। যেখানে “টাইমস” লিখেছে যে, প্রধানমন্ত্রী মোদীর খারাপ পারফরম্যান্সের রাজনৈতিক পরিণতি হবে। অন্তত, বিজেপিকে তার বিদ্যমান বহুদলীয় জোটের ছোট সদস্যদের উপর বেশি নির্ভর করতে হবে। তাদের মধ্যে দু’জন মোদীর “হিন্দু-ফার্স্ট” এজেন্ডাকে সমর্থন করে না।”

আরও পড়ুন: প্রথম ম্যাচের আগেই দ্রাবিড়ের গলায় অন্য সুর! স্পষ্ট জানালেন, “বিশ্বকাপ জেতার কথা ভাবছিনা”

অপরদিকে, “আল জাজিরা” লিখেছে যে, ভারতের নির্বাচনে প্রধানমন্ত্রী মোদীর বিজেপি সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। সরকার গঠনের জন্য তাঁর জোট দরকার। এক্সিট পোলকে অস্বীকার করে, বিরোধী দলগুলি গুরুত্বপূর্ণ রাজ্যগুলিতে বিজেপিকে চমকে দিয়েছে। যা সামগ্রিকভাবে ভারতের রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তন করেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর