বাজেটে ১৫০০ হবে লক্ষ্মীর ভান্ডার? ৩০০০ হবে কিভাবে? সামনে বড় আপডেট

বাংলা হান্ট ডেস্কঃ আগামী ১২ ফেব্রুয়ারি (বুধবার) রাজ্যের বাজেট পেশ হবে। তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটের দিকে নজর সাধারণ মানুষের। নজর বিরোধীদেরও। যেহেতু বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন তাই এবারের বাজেট যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা নিয়ে দ্বিমত নেই কারও। বাজেটে একাধিক সামাজিক প্রকল্পের পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) অনুদান বৃদ্ধির জোড়ালো সম্ভাবনা রয়েছে। এবার সেই জল্পনাতে আরও উস্কে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

BJP ক্ষমতায় এলে ৩০০০ হবে লক্ষ্মীর ভান্ডার, (Lakshmir Bhandar) দাবি শুভেন্দুর

রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বসয়ী মহিলারা পান লক্ষ্মীর ভাণ্ডার। বর্তমানে এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে ১২০০ এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা ১০০০ টাকা করে পান। প্রতি মাসের শুরুতেই মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যায় ভাতার টাকা। বাজেটে লক্ষ্মীর ভান্ডারের অনুদান বাড়তে পারে বলে যখন একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে ঠিক তখন শুভেন্দু অধিকারী বললেন, “লক্ষ্মীর ভাণ্ডারে ১০০০ টাকা দেয় রাজ্য। বাজেটে ১৫০০ হবে।”

এখানেই শেষ নয়, বড় প্রতিশ্রুতি দিয়ে শুভেন্দুবাবু আরও বলেন, “বাংলায় আমরা ক্ষমতায় এলে ৩০০০ টাকা করে দেব লক্ষ্মীর ভাণ্ডারে। সবজায়গায় গেরুয়া, বাকি শুধু বাংলা। দিল্লিতে বিজেপি-কে ঢালাও ভোট, বাংলাতেও তাই করতে হবে।” ২৭ বছর পর রাজধানী দিল্লিতে ক্ষমতায় ফিরছে বিজেপি। সেই খুশিতে মেতে উঠেছে গেরুয়া শিবির। এদিন সেই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়েই লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় মন্তব্য করেন শুভেন্দু।

BJP MLA Suvendu Adhikari

আরও পড়ুন: ‘রাজ্য চায় চাকরি হোক, এই বিকাশই বাধা দিচ্ছেন’, চটে লাল ওরা! এবার বিপাকে হেভিওয়েট আইনজীবী?

গত বছর বাজেটে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বাড়ানো হয়েছিল। আবার সম্প্রতি এক সভা থেকে মমতা বলেন, ‘দিন দিন আরও বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার। যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। এটা মা বোনেদের ভান্ডার। এই ভান্ডার উত্তরোত্তর বাড়তে থাকবে।” এর পরই এই প্রকল্পের অনুদান বাড়ানোর জল্পনা জোড়ালো হয়েছে। কান পাতলে শোনা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) অনুদান ১২০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করা হতে পারে। তবে সরকার তরফে এই নিয়ে কিছু বলা হয়নি। কোনো ঘোষণাও করা হয়নি। এরই মধ্যে বিরোধী দলনেতা দাবি করলেন বাজেটে লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) বেড়ে ১৫০০ করা হবে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর