সম্পত্তি নিয়ে বিবাদ! মামলা গড়াল হাইকোর্টে, কী বললেন বিচারপতি সিনহা?

বাংলা হান্ট ডেস্কঃ প্রত্যেক বছরেই ঠাকুরনগরে মতুয়া মহাসঙ্গের মেলা অনুষ্ঠিত হয়। প্রতিবারই এই মেলা ঘিরে থাকে বিরাট জাঁকজমক। তবে এবার অনেকটাই ফিকে সেই আমেজ। সেইসাথে বেশ খানিকটা ব্যতিক্রমীও বটে। সম্পত্তি নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদের জেরে এবার প্রশ্নের মুখে এই মেলা। জানা যাচ্ছে, শেষ পর্যন্ত এই মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। এবার এই মেলা সম্পর্কে মতুয়া মহাসঙ্গের জেলা পরিষদের সভাধিপতির বক্তব্য জানতে চাইলো কলকাতা হাইকোর্ট।

মতুয়া মহাসঙ্গের মেলা নিয়ে মামলা গড়াল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)

আদালতে (Calcutta High Court) মামলা চলাকালীন বিচারপতি অমৃতা সিনহা জানালেন মেলার অনুমতি কার রয়েছে তা নিয়ে বক্তব্য জানাতে হবে জেলা পরিষদের সভাধিপতিকে। জানা যাচ্ছে, আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। চলতি মাসের শেষে অর্থ্যাৎ ২৭ মার্চ ঠাকুরনগরের মতুয়া মহাসঙ্গের মেলা হওয়ার কথা রয়েছে।

প্রত্যেক বছর জেলা শাসকের সঙ্গে আলোচনা করে তবেই ওই মেলা করার অনুমতি দেন জেলা পরিষদের সভাধিপতি। কিন্তু এবছর এই মেলা নিয়ে এত জটিলতা কেন? কেনই বা এবছর মেলা করার অনুমতি পেলেন না স্বয়ং কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর?

আরও পড়ুন: কোনো মহিলাকে ইচ্ছের বিরুদ্ধে স্পর্শ করা ধর্ষণের সমান! বিরাট পর্যবেক্ষণ হাইকোর্টের

জানা যাচ্ছে, সম্পত্তি নিয়ে বিবাদের জেরে মতুয়া ও মহাসঙ্গের মেলা নিয়ে এমন জটিলতা তৈরি হয়েছে। উপায় না পেয়ে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন মন্ত্রী শান্তনু ঠাকুর।

Calcutta High Court big decision about bail case hearing

আদালতে গিয়ে এদিন তিনি জানিয়েছেন, মেলা করার অধিকার তাঁদের রয়েছে। অন্যদিকে রাজ্যের তরফে জানানো হয়েছে মেলা নিয়ে তাঁদের কোনো আপত্তি নেই। তবে সম্পত্তি নিয়ে মতুয়া পরিবারের দুই পক্ষের মধ্যে বিবাদ রয়েছে। এরপরেই এদিন মতুয়া মহাসঙ্গের মেলা নিয়ে জেলা পরিষদের সভাধিপতির বক্তব্য জানতে চেয়েছে আদালত। 

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর