বাংলাহান্ট ডেস্কঃ জীবন ও জীবিকা একে অপরের পরিপূরক। জ্যোতিষ বলে রাশি অনুযায়ি মানুষের আগ্রহ ভিন্ন ভিন্ন হয় তাই একই চাকরি এক জনের কাছে যেখানে স্বপ্নের মত অপরজনের কাছে সেই চাকরিই দুঃস্বপ্ন বহন করে। এমন নয় যে শুধু অর্থই জীবিকার মূল কাজের ওপর ভালোবাসা না থাকলে জীবিকা আপনাকে হতাশার দিকে ঠেলে দেয়। বয়ে আনে মানসিক যন্ত্রনাও। সারা বিশ্বে অনেক লোকই ভালো বেতন ও রোজগার সত্ত্বেও হতাশায় আত্মহত্যা করেন। তার অন্যতম কারন কাজে মানসিক শান্তি না থাকা। আজ জেনে নিন রাশি অনুযায়ি কোন কোন পেশায় আপনি নিজেকে প্রতিষ্ঠিত করবার পাশাপাশি মানসিক শান্তিও পাবেন
মেষঃ চিকিৎসা ক্ষেত্রে চরম সাফল্য পাওয়া যাবে। এছাড়া ব্যঙ্ক, পুলিশ ও ইঞ্জিনিয়ারিং এর পেশা বেছে নিতে পারেন
বৃষঃ ব্যঙ্কে কাজ আপনার পক্ষে আদর্শ। ব্যবসাও আপনার জন্য খুব ভাল
মিথুনঃ চিকিৎসা, রেল, বীমা, সাংবাদিকতা ও অধ্যাপনা। ব্যবসা ভাগ্যও মন্দ নয়।
কর্কটঃ জনসংযোগ, রেল, বীমা, ব্যঙ্কে
সিংহঃ প্রশাসন, রাজনীতি তে কেরিয়ার আছে। শিল্পী হিসেবেও নাম হবে
কন্যাঃ আইন, সাংবাদিকতা ও শিক্ষকতা
তুলাঃ ব্যবসা করলে লক্ষী লাভ হবেই। করতে পারেন প্রকাশনার কাজও
বৃশ্চিকঃ সুদের ব্যবসায় ফুলে ফেপে উঠবেন। এছাড়া রাজনীতি, ওকালতি ও শিক্ষকতা
ধনুঃ সাহিত্য ক্ষেত্রে নাম করবেন। করতে পারেন প্রকাশনার কাজও
মকরঃ শিক্ষকতা ও ইঞ্জিনিয়ারিং
কুম্ভঃ সাহিত্য চর্চা, জ্যোতিষ চর্চা, পুলিশ, ইঞ্জিনিয়ারিং, ব্যঙ্ক সব ক্ষেত্রেই সাফল্য পাবেন
মীনঃ ব্যবসা করতে পারেন আপনি। ব্যবসায় আপনার শান্তি ও টাকা উভয়ই আসবে।