বাংলাহান্ট ডেস্ক: নজরুল মঞ্চে জীবনের শেষ অনুষ্ঠান করেছেন কেকে। নজরুল মঞ্চে অনুষ্ঠানের পর কেকের মৃত্যু হয়েছে কলকাতাতেই। অন্যদিকে কেকের মৃত্যুর পর নজরুল মঞ্চের অব্যবস্থা নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। তার মধ্যে অন্যতম হল হলের ভেতর অতিরিক্ত ভিড়। কিন্তু এবার কেকের মৃত্যু নিয়ে প্রথম লালবাজার মুখ খুলল। ইতিমধ্যেই উঠে আসা যাবতীয় প্রশ্নের জবাব দিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।
অনেকে দাবি করছিলেন, নজরুল মঞ্চে সেদিন অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল AC বন্ধ থাকায়। কিন্তু, এই যাবতীয় দাবি উড়িয়ে দিয়েছে কলকাতা পুলিশ। শুক্রবার সাংবাদিক বৈঠকে কলকাতার পুলিশ কমিশনার স্পষ্ট জানান, ঘটনার দিন নজরুল মঞ্চ এবং আশেপাশে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল। KK-র শোয়ের আগে থেকেই পুলিশ সেখানে মোতায়েন করা হয়। কারণ সেদিন স্টেজে KK-র আগেও অনেকে পারফর্ম করে। ঠিক সন্ধ্যা ৭.০৫-এ মঞ্চে ওঠেন KK। ঘটনার দিন নজরুল মঞ্চের AC সচল ছিল বলে জানান বিনীল গোয়েল।
তবে মৃত্যু নিয়ে প্রশ্ন ওঠার পরেই সমস্ত সিসিটিভ ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। তাতেই স্পষ্ট ভাবে বোঝা যায় যথেষ্টই ভিড় ছিল। এ কথাও এদিন জানান কলকাতার নগরপাল। তবে জনসমাগম হলেও তা মাত্রাতিরিক্ত ছিল না বলে দাবি করেছেন তিনি। ফায়ার এক্সটিংগুইশার খুলে গিয়ে যে ঘটনা ঘটে তা মঞ্চের বাইরে ঘটে বলে দাবি পুলিশ কমিশনারের। কলকাতার নগরপাল বলেন, ‘কেকের অনুষ্ঠানে অগ্নিনির্বাপক সিলিন্ডার ফাটানো হয়েছিল সেকথা ঠিক। সেখানে দুপক্ষের মধ্যে বচসার পর একপক্ষ সিলিন্ডার ফাটায়। কিন্তু ঘটনার সময় কেকে গ্রিন রুমে ছিলেন। যা ঘটনাস্থল থেকে প্রায় ১৫০ মিটার দূরে।’
নজরুল মঞ্চে অনুষ্ঠান শেষে গায়ক কেকে-র মৃত্যুর ঘটনা থেকে শিক্ষা নিয়ে বেশ কয়েকটি পদক্ষেপ করেছে কলকাতা পুলিশ। পুলিশ কমিশনার জানান, এ বার থেকে যে কোনও অডিটোরিয়ামে অনুষ্ঠানের সময় অ্যাম্বুল্যান্স রাখা হবে। স্থানীয় হাসপাতালের সঙ্গে যোগাযোগ রাখা হবে। তা ছাড়া, কত জন দর্শক সংশ্লিষ্ট অনুষ্ঠানে আসছেন সে দিকে নজর রেখে আসনের বন্দোবস্তও থাকতে হবে। পুলিশ কমিশনারের সংযোজন, কেকে-র অনুষ্ঠানে সে দিন বিশাল ভিড় হলেও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ইতিমধ্যেই ওয়াকিবহাল মহলে প্রশ্ন উঠেছে, কেকে-র মৃত্যুর পিছনে যদি নজরুল মঞ্চের অব্যবস্থা দায়ী না থাকে তাহলে কেন এই পদক্ষেপগুলো গ্রহণ করছে পুলিশ? অন্যদিকে, কেকে-র মৃত্যুর পরেই বাতিল হয়ে গিয়েছে সুরেন্দ্রনাথ কলেজের ফেস্টের অনুষ্ঠান। যা নিয়ে চাপান-উতর চলছে চারিদিকে।