“নতুন মরশুমে নতুন ভূমিকা”, IPL শুরুর আগে ধোনির ১২ শব্দের ফেসবুক পোস্টে শুরু তুমুল জল্পনা

বাংলা হান্ট ডেস্ক: তিনি যেটাই করেন সেটাই হয়ে যায় “খবর”। সোশ্যাল মিডিয়া (Social Media) থেকে বহু দূরে নিজেকে রেখে তিনি নিঃশব্দে করে যান বিভিন্ন কর্মকাণ্ড। ক্রিকেটের ময়দান থেকে বহুদিন আগেই তিনি অবসর নিলেও IPL (Indian Premier League)-এর ময়দানে তাঁকে ব্যাট হাতে নামতে দেখার জন্য সারা বছর অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন তাঁর কোটি কোটি অনুরাগী। এতক্ষণে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে আমরা ভারতের ক্রিকেট দলের (India National Cricket Team) প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) প্রসঙ্গে বলছি।

তবে, বরাবরই লাইমলাইটের দূরে থাকতে পছন্দ করা “ক্যাপ্টেন কুল” সোমবার সন্ধ্যে নাগাদ এমন একটি বিষয় উপস্থাপিত করলেন যেটি সামনে আসার পর থেকেই ওই প্রসঙ্গে তুমুল জল্পনা শুরু হয়েছে। আর সেটি ঘোষণার জন্য সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মকেই বেছে নিলেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য যে, চলতি বছরের IPL শুরু হতে আর বেশি বাকি নেই। ঠিক এই আবহেই আজ সন্ধ্যে বেলায় ধোনি ফেসবুকে একটি পোস্ট করেছেন।

যেখানে তিনি রহস্য জিইয়ে রেখে লেখেন, “Can’t wait for the new season and the new ‘role’. Stay tuned!”। যেটির বাংলা তর্জমা করলে দাঁড়ায় “নতুন মরশুমে ও নতুন ভূমিকার জন্য আর তর সইছে না। সঙ্গে থাকুন!” এদিকে, ধোনির এই ১২ শব্দের পোস্টই এখন ক্রিকেট প্রেমীদের কাছে আলোচনার অন্যতম বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই নেটমাধ্যমে এই বিষয়টির পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে বিভিন্ন মতান্তর।

What Dhoni said by posting on Facebook before the start of IPL

অনেকেই মনে করছেন, চলতি মরশুমের IPL-এ ধোনি হয়তো খেলবেন না। কিন্তু, তাঁকে হয়তো সাপোর্ট স্টাফ হিসেবে দেখা যেতে পারে। কেউ আবার বলছেন যে, তিনি হয়তো ব্যাটিং অর্ডারে এগিয়ে আসতে পারেন। আবার অনেকের মতে, ধোনি হয়তো অবসর গ্রহণ করবেন। তবে, ক্যাপ্টেন কুল যে কিভাবে সবাইকে চমকে দেবেন সেই বিষয়ে কেউই স্পষ্ট ধারণা পাচ্ছেন না। এমতাবস্থায়, ধোনির পরবর্তী পোস্ট বা তাঁর মাঠে নামা না পর্যন্ত এই জল্পনার আবহ বজায় থাকবে।

আরও পড়ুন: এবার ঘুম উড়বে PhonePe-Google Pay-র! লঞ্চ হল Flipkart UPI, গ্রাহকরা পাবেন একগুচ্ছ সুবিধা

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, আগামী ২২ মার্চ শুরু হতে চলেছে চলতি বছরের IPL। আর একদম প্রথম ম্যাচেই বিরাটের দলের মুখোমুখি হবে চেন্নাই। আর ওই ম্যাচেই সমস্ত কিছু স্পষ্ট হয়ে যাবে। উল্লেখ্য যে, গতবছর IPL ফাইনালের পর ধোনি তাঁর পরবর্তী পদক্ষেপের বিষয়ে জানানোর সময়ে বিস্তারিত তথ্য উপস্থাপিত করেছিলেন। পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই বিষয়ে হর্ষ ভোগলের সঙ্গে ধোনির বেশ কিছুক্ষণ কথা হয়।

আরও পড়ুন: অর্থনীতি নিচ্ছে রকেটের গতি! পূর্বাভাসে সংশোধন এনে ভারতের GDP বৃদ্ধির হার ৬.৮ শতাংশ করল Moody’s

সেখানেই ধোনি জানান, “যদি পরিস্থিতির বিচারে দেখেন, তাহলে এটাই আমার সেরা সময় অবসর নেওয়ার জন্য। কিন্তু যে ভালোবাসা আর স্নেহতে আমাকে ভরিয়ে দেওয়া হয়েছে, তার জন্য আমি বলতে পারি থ্যাংক ইউ ভেরি মাচ। আমার জন্য এটা কঠিন হবে আরও একটি মরশুম খেলা। কিন্তু প্রচুর কিছু নির্ভর করছে শরীরের ওপরে। আমি ফিরলে সেটা আমার ফ্যানদের জন্য আমার উপহার হবে। কিন্তু, আমার জন্য ব্যাপারটা সহজ না হলেও ওরা যে ভালোবাসা-স্নেহ আমাকে দিয়েছে, ওদের জন্য কিছু করতে হবে।” এখন আগামী ২২ তারিখ ধোনি মাঠে খেলতে নামেন নাকি স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে ডাগআউটে থাকেন এটাই দেখার বিষয়।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর