রবিবারেও অফিস, ৯০ ঘন্টা কাজ বিতর্কে কটাক্ষ আনন্দ মাহিন্দ্রার! বললেন, “আমার স্ত্রী খুব সুন্দরী…”

বাংলাহান্ট ডেস্ক : সপ্তাহে কত ঘন্টা কাজ করা উচিত, এ নিয়ে বিতর্ক অব্যাহত। গত বছর ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তি প্রথম মন্তব্য করেছিলেন, সপ্তাহে অন্তত ৭০ ঘন্টা কাজ করা উচিত। এবার আরো একধাপ এগিয়ে আরেক বহুজাতিক সংস্থার চেয়ারম্যান বলে বসলেন, সপ্তাহে ৯০ ঘন্টা অন্তত কাজ করা উচিত। শুধু তাই নয়, রবিবারেও অফিসে আসার নিদান দেন তিনি। এবার পালটা জবাব দিলেন মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra)।

কাজ বিতর্কে পালটা জবাব আনন্দ মাহিন্দ্রার (Anand Mahindra)

সপ্তাহে ৯০ ঘন্টা কাজ করা উচিত, সম্প্রতি এমনি মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেন লারসেন অ্যান্ড টার্বো সংস্থার চেয়ারম্যান এনএস সুব্রহ্মণ্যম। তিনি মন্তব্য করেন, “কতক্ষণই বা স্ত্রীর মুখের দিকে তাকিয়ে থাকবেন?” রবিবার বাড়িতে বসে স্ত্রীর মুখ না দেখে বরং কর্মীরা অফিসে আসুন, সপ্তাহে ৯০ ঘন্টা কাজ করুন। এমনি নিদান দিয়েছিলেন বহুজাতিক সংস্থার চেয়ারম্যান। এবার তাঁকে পালটা কটাক্ষে বিঁধলেন আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra)।

What did anand mahindra say on 90 hour work week controversy nra

কী লেখেন মাহিন্দ্রার চেয়ারম্যান: দিল্লিতে জাতীয় যুব দিবস উদযাপনের সময় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি মন্তব্য করেন, ‘আমার স্ত্রী খুবই সুন্দরী। আমার ওর দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে’। এ বিষয়ে প্রথমে ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তিকে শ্রদ্ধা জানিয়ে মাহিন্দ্রা গ্রুপের (Anand Mahindra) চেয়ারম্যান লেখেন, তাঁর মতে এই বিতর্ক ভুল দিকে চলছে। কারণ মূলত কাজের পরিমাণের উপরে চলছে এই বিতর্ক।

আরো পড়ুন : ভারতের “ভয়” বলে কথা! পাকিস্তানকে নিয়ে সিদ্ধান্ত বদলে রাতারাতি “পালটি” খেল বাংলাদেশ

কাজের মানের উপরে জোর: আনন্দ মাহিন্দ্রার (Anand Mahindra) কথায়, কাজের পরিমাণের উপরে জোর দেওয়ার দরকার নেই। ৪০ ঘন্টা, নাকি ৭০ ঘন্টা, নাকি ৯০ ঘন্টার কাজ, সেটা কোনো বিষয়ই নেই। কাজের ফলটাই দেখার বিষয়। আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra) বলেন, ‘১০ ঘন্টা কাজ করেও দুনিয়া বদলে দেওয়া যায়’।

আরো পড়ুন : ‘ভাবলেই হাত পা ঠাণ্ডা…’, চিন্তায় পড়ে গিয়েছেন ‘ঋষি’ গৌরব, কী এমন হতে চলেছে ‘তেঁতুলপাতা’য়?

পরিবারের সঙ্গে সময় কাটানোর পক্ষে মত দিয়ে তিনি বলেন, ‘আপনি যদি বাড়িতে সময় না দেন, বন্ধুদের সঙ্গে সময় কাটাতে না চান, যদি পড়াশোনা না করেন, নিজেকে সমৃদ্ধ করার সময়ই হাতে না থাকে, তাহলে সঠিক সিদ্ধান্ত নেবেন কীভাবে?’ উল্লেখ্য, এর আগে গৌতম আদানিও সরব হয়েছিলেন ওয়ার্ড লাইফ ব্যালেন্স নিয়ে। তিনি মন্তব্য করেছিলেন, ‘অফিসে আট ঘন্টার বেশি সময় কাটালে বউ ছেড়ে পালিয়ে যাবে’।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর