আলুথালুু বেশে বেরোতেই সামনে পাপারাৎজি! দেওয়ালের পেছনে লোকালেন অনন্যা, সুহানার কাণ্ডে হেসেই খুন নেটিজেনরা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বলিউড তারকাদের প্রায় সর্বক্ষণের সঙ্গী পাপারাৎজি। মুম্বইয়ের আনাচে কানাচে ঠিকই তাঁদের পিছু পিছু হাজির হয়ে যান ক্যামেরাধারীরা। কখনো রেস্তোরাঁর বাইরে, কখনো জিমের বাইরে লেন্স বাগিয়ে থাকেন অপেক্ষায়। অনেক সময়ই অনেকে চমকে ওঠেন। অনেকে বিরক্তও হন। তবে পাপারাৎজি একরকম জীবনের অঙ্গ হয়ে উঠেছে তারকাদের। এমনকি শোনা যায়, অনেক সময় নাকি তারকারা নিজেরাই ডেকে আনেন ছবিশিকারিদের। তবে এবার অনন্যা পাণ্ডে (Ananya Pandey) এবং সুহানা খান যা করলেন তা দেখে হেসেই গড়াগড়ি খাচ্ছেন নেটনাগরিকরা।

অনন্যা (Ananya Pandey) এবং সুহানার ভিডিও ভাইরাল নেটপাড়ায়

বলিউডের প্রিয় বান্ধবীদের মধ্যে প্রথম দিকেই থাকবে অনন্যা পাণ্ডে (Ananya Pandey) এবং সুহানা খানের নাম। দুজনে সেই ছোট্টবেলা থেকেই ঘনিষ্ঠ বন্ধু। এখন বড় হয়েছেন দুজনে, কেরিয়ারও গড়েছেন নিজেদের। কিন্তু তাঁদের বন্ধুত্বে কোনো চিড় ধরেনি। এখনো প্রায়ই একসঙ্গে সময় কাটাতে দেখা যায় অনন্যা (Ananya Pandey) সুহানাকে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে দুজনের। আর সেখানেই তাঁদের বন্ধুত্ব দেখে অনেকেই মিল খুঁজে পেয়েছেন নিজেদের সঙ্গে।

What did ananya pandey and suhana did while seeing paparazzi

পাপারাৎজি দেখেই চমকালেন অনন্যা: ভিডিওতে দেখা যাচ্ছে, সম্ভবত জিম থেকে বেরোচ্ছেন অনন্যা (Ananya Pandey) এবং তাঁর পেছনে সুহানা। দুজনের পরনেই জিমের পোশাক। বাইরে বেরিয়ে পাপারাৎজি দেখেই হতভম্ব চাঙ্কি পাণ্ডে কন্যা। চমকে উঠেই এক লাফে দেওয়ালের পেছনে লোকালেন তিনি। পেছনেই ছিলেন সুহানা। তিনি প্রথমে বুঝতেই পারেননি ব্যাপারটা। বেশ কিছুক্ষণ সামনে টিমকে জিজ্ঞাসা করেন, ঠিক কী ঘটল।

আরো পড়ুন : ‘ভারতের কোনো প্রয়োজন নেই পাকিস্তানকে…’, কাশ্মীর হামলার আবহে ভিন্ন সুর বিজয়ের

সুহানার কাণ্ড দেখে হাসির ঝড় সোশ্যাল মিডিয়ায়: তারপরেই তাও হঠাৎ চোখ পড়ে পাপারাৎজির দিকে। দেখেই হেসে ফেলেন তিনি। তারপর তিনিও অনুসরণ করেন অনন্যার (Ananya Pandey) পথ। ভিডিও দেখে হেসে গড়াগড়ি খাওয়ার জোগাড় নেটিজেনদের। একজন লিখেছেন, ‘বেস্ট ফ্রেন্ডরা এমনই হয়। অনন্যা লোকাতে বলছেন আর এদিকে সুহানা বুঝতেই পারছেন না কোথায় লুকোবেন’। আরেকজন লিখেছেন, ‘অনন্যা যেভাবে দেওয়ালের পেছনে লোকালেন, কী মিষ্টি’।

আরো পড়ুন : ‘সন্ত্রাসবাদীদের উদ্দেশে বলতে চাই…’, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে বিষ্ফোরক অক্ষয়

প্রসঙ্গত, অনন্যা (Ananya Pandey) এবং সুহানা দুজনেই বলিউডে কেরিয়ার শুরু করেছেন। তবে সুহানার অনেক আগেই ডেবিউ করেছেন অনন্যা। ইতিমধ্যেই বেশ নামও করে ফেলেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি মডেলিং জগতেও বেশ জনপ্রিয় অনন্যা। অন্যদিকে সুহানা সবে অভিনয় করেছেন ‘দ্য আর্চিস’ ছবিতে। 

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X