বাংলা হান্ট ডেস্ক: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার (Kashmir Attack) পর গোটা দেশে রীতিমতো গর্জে উঠেছে। ইতিমধ্যেই এই কাপুরুষোচিত হামলার দায় স্বীকার করেছে “দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট” (TRF)। যেটি পাকিস্তানে স্থিত নিষিদ্ধ লস্কর-ই-তৈবা সন্ত্রাসবাদী গোষ্ঠীর অংশ। এদিকে, এই ঘটনায় ক্রিকেট দুনিয়াতেও প্রভাব পড়েছে। ইতিমধ্যেই, BCCI-ও পাকিস্তানের প্রতি তাদের মনোভাব প্রকাশ করেছে।
পহেলগাঁও হামলার (Kashmir Attack) পর কী জানাল BCCI?
এই প্রসঙ্গে BCCI-এর সহ-সভাপতি রাজীব শুক্লা সন্ত্রাসবাদী ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এ তিনি বলেছেন যে, “আমরা ক্ষতিগ্রস্তদের সাথে আছি এবং এই ঘটনার (Kashmir Attack) নিন্দা জানাই।” এদিকে, তাঁকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে BCCI-র কী পাকিস্তানের সাথে ক্রিকেট খেলা বন্ধ করা উচিত?
এই বিষয়ে রাজীব শুক্লা বলেন, “আমাদের সরকার যা বলবে আমরা তাই করব। সরকারের মনোভাবের কারণে আমরা পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলি না এবং ভবিষ্যতেও আমরা পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলব না। যখন ICC ইভেন্ট থাকে, আমরা তখন ICC-র অংশগ্রহণের কারণে খেলি।”
আরও পড়ুন: কাশ্মীরে জঙ্গি হামলার প্রভাব পড়ল IPL-এ! নেওয়া হল বড় সিদ্ধান্ত
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারত এবং পাকিস্তান শেষবার ২০১২-১৩ সালে দ্বিপাক্ষিক সীমিত ওভারের (৫০ ওভার) সিরিজ খেলেছিল। সেই সময়ে পাকিস্তান ভারত সফর করেছিল। এর পাশাপাশি, ২ ম্যাচের T20 সিরিজও সম্পন্ন হয়। এছাড়াও, পাকিস্তানি দল ২০২৩ সালের ODI বিশ্বকাপের সময় ভারতে খেলতে এসেছিল। এদিকে, ভারত শেষবার পাকিস্তানে টেস্ট সিরিজ খেলেছিল ২০০৭ সালে। ভারতীয় দল সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তান সফরে যেতে আপত্তি জানিয়েছিল। যার ফলে ICC দুবাইতে একটি নিরপেক্ষ ভেন্যু প্রদানের মাধ্যমে এই টুর্নামেন্ট সম্পন্ন করেন।
আরও পড়ুন: সাক্ষী রয়েছে ইতিহাস! আর ছেড়ে কথা বলবে না ভারত, কাশ্মীরের হামলায় দেওয়া হবে যোগ্য জবাব
গত মঙ্গলবারের হামলায় ২৮ জন প্রাণ হারিয়েছেন: প্রসঙ্গত উল্লেখ্য যে, গত মঙ্গলবার পাহেলগাঁও-তে সন্ত্রাসবাদী হামলায় (Kashmir Attack) ২৮ জন প্রাণ হারিয়েছেন এবং ১৭ জন আহত হয়েছেন। পর্যটকরা ঘোড়ার পিঠে চেপে বৈসরন উপত্যকা পরিদর্শন করতে যাওয়ার সময়ে দুপুর আড়াইটে নাগাদ এই হামলার ঘটনা ঘটে। সেই সময়, সন্ত্রাসবাদীরা পর্যটকদের পরিচয় জিজ্ঞাসা করার পর তাঁদের ওপর হামলা চালায়।