ফের শিরোনামে নিয়োগ দুর্নীতি! শূন্যপদের দ্বিগুণের বেশি নিয়োগ! বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষক থেকে পুরসভা, একাধিক ক্ষেত্রে নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) অভিযোগ উঠেছে। বর্তমানে বহু মামলার তদন্ত করছে ইডি, সিবিআই। গ্রেফতার হয়েছেন একাধিক হেভিওয়েট। এই আবহে সামনে এল ব্যাঙ্কে নিয়োগ দুর্নীতির অভিযোগ! ইতিমধ্যেই এই নিয়ে বড় নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি সৌমেন সেন (Justice Soumen Sen) ও বিচারপতি স্মিতা দাস দের (Justice Smita Das De) ডিভিশন বেঞ্চের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে।

কী বলল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)?

গত এপ্রিল মাসে দুর্নীতির জেরে ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যার জেরে একধাক্কায় চাকরি হারান ২৫,৭৫২ জন শিক্ষক ও শিক্ষাকর্মী। তার রেশ কাটতে না কাটতেই সামলে এল তমলুক-ঘাটাল সমবায় ব্যাঙ্কে নিয়োগ দুর্নীতির কথা। অভিযোগ, শূন্যপদের দ্বিগুণের বেশি পদে নিয়োগ করা হয়েছে।

জানা যাচ্ছে, সংশ্লিষ্ট সমবায় ব্যাঙ্কে মোট চার ধরণের বিভাগে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা ছিল ৫২টি। তবে অভিযোগ, শূন্যপদের দ্বিগুণের বেশি পদে নিয়োগ করা হয়েছে।

আরও পড়ুনঃ উপাচার্য নিয়োগ নিয়ে ফের টানাপড়েন! মুখ্যমন্ত্রীর পছন্দে আপত্তি রাজ্যপালের, বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

তমলুক-ঘাটাল সমবায় ব্যাঙ্কে (Tamluk Ghatal Co-operative Bank) ৫২টি পদে নিয়োগের কথা থাকলেও মোট ১৩১ জনকে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ। কীভাবে দ্বিগুণের বেশি পদে নিয়োগ করা হল? এই প্রশ্ন তুলে উচ্চ আদালতে মামলা করেন আশিস মণ্ডল নামের এক ব্যক্তি। এবার সেই মামলাতেই বড় নির্দেশ দিল বিচারপতি সেন ও বিচারপতি দাস দের ডিভিশন বেঞ্চ।

Calcutta High Court

বৃহস্পতিবার হাইকোর্টে (Calcutta High Court) এই মামলার শুনানি ছিল। সংশ্লিষ্ট সমবায় ব্যাঙ্কে নিয়োগ দুর্নীতিতে সব পক্ষের হলফনামা চেয়েছে উচ্চ আদালত। তমলুক-ঘাটাল সমবায় ব্যাঙ্ক ও রাজ্যকেও হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আগামী ২১ জুলাই ফের এই মামলার শুনানি হবে। সেদিন কী হয় সেটাই দেখার।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X