“কর্মজীবনে মোদী সরকারের চাপের মুখে পড়তে হয়েছে?” রাখঢাক না রেখে কী জানালেন চন্দ্রচূড়?

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি দেশের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের (D.Y. Chandrachud) একটি সাক্ষাৎকার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। মূলত, তিনি BBC-তে সাক্ষাৎকার দিতে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপিত করেছেন। সেখানে তাঁকে রাম মন্দির তৈরির রায়ের আগে ঈশ্বরের কাছে প্রার্থনার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি স্পষ্ট জানান যে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর প্রতিক্রিয়া ভুলভাবে ছড়ানো হয়েছে।

কি জানিয়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি (D.Y. Chandrachud):

শুধু তাই নয়, দেশের প্রাক্তন প্রধান বিচারপতি (D.Y. Chandrachud) স্পষ্টভাবে জানিয়েছেন যে, “আমি অস্বীকার করছি না যে আমি একজন আস্তিক। আমাদের সংবিধানের স্বাধীন বিচারক হওয়ার ক্ষেত্রে কোনও ব্যক্তিকেই নাস্তিক হতে হয় না। আমি আমার ধর্মকে যথেষ্ট গুরুত্ব দিই। পাশাপাশি, আমার ধর্ম অন্যান্য ধর্মকেও সম্মান করে। তবে, আপনি যে ধর্মেরই হোন না কেন সমানভাবে বিচার করাটা গুরুত্বপূর্ণ। আমি তখন যেটা বলেছিলাম সেটাই আমার ধর্ম ছিল।”

এর পাশাপাশি, গণেশ পুজোয় প্রধানমন্ত্রী মোদীর সাথে তাঁর ভাইরাল হওয়া ছবিকে ঘিরেও প্রতিক্রিয়া দিয়েছেন চন্দ্রচূড়। এমতাবস্থায়, তিনি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ছিলেন কিনা এই বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে চন্দ্রচূড় (D.Y. Chandrachud) জানান, “ওই সাক্ষাতের আগে আমি নির্বাচনী বন্ডের মতো বিষয়গুলিতে সিদ্ধান্ত নিয়েছিলাম।”

আরও পড়ুন: ব্রহ্মোসের পর এবার সুপার পাওয়ারফুল সাবমেরিন! চিনের ঘুম ওড়াতে বড়সড় প্রস্তুতি নিচ্ছে ভারতের “বন্ধু”

এছাড়াও তিনি (D.Y. Chandrachud) বলেন যে, “যেখানে নির্বাচনী তহবিলের জন্য থাকা আইনের অধীনে যে নির্বাচনী বন্ড চালু করা হয়েছিল তা বাতিল করে দেওয়া হয়। শুধু তাই নয়, আমাদের এমন অনেক সিদ্ধান্ত সরকারের বিরুদ্ধে গেছে। তাই, সাংবিধানিক দায়িত্বের ক্ষেত্রে মৌলিক স্বাধীনতার ওপর অত্যধিক জোর দেওয়া উচিত নয়।”

আরও পড়ুন: বাঁচিয়েছিলেন ঋষভ পন্থের প্রাণ! সেই যুবকই নিলেন চরম সিদ্ধান্ত, মৃত্যুর সাথে লড়ছেন পাঞ্জা

এদিকে, বিগত ৮ বছরে তাঁকে (D.Y. Chandrachud) মোদী সরকারের কাছে প্রভাবিত হতে হয়েছিল কিনা এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে প্রাক্তন প্রধান বিচারপতি জানান, “প্রধানমন্ত্রী মোদীর আমলে আমার সিদ্ধান্তগুলি কখনোই রাজনৈতিক চাপ দ্বারা প্রভাবিত হয়নি। তবে, বিচার বিভাগের কাজের বিষয়টি হল সমষ্টিগত। অধিকাংশ ক্ষেত্রেই তাই বাকি বিচারকদের পরামর্শ গ্রহণ করা হয়।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর