“বিষাক্ত” প্রাক্তনই মিলিয়ে দিলেন, সায়ন্তকে সাইড করে মাঝরাতে এ কী করলেন দেবচন্দ্রিমা-কিরণ!

বাংলাহান্ট ডেস্ক : কিছুদিন আগে পর্যন্তও নেট মাধ্যমে চর্চায় ছিলেন সায়ন্ত মোদক। একসঙ্গে তাঁর তিন তিনজন প্রাক্তন প্রেমিকা মুখ খুলেছিলেন তাঁর বিরুদ্ধে। মানসিক, শারীরিক নির্যাতন সহ প্রেমিকাদের টাকায় খাওয়া, ঘোরার মতো অভিযোগ এনেছিলেন তাঁরা। শুরুটা করেছিলেন কিরণ মজুমদার। তাঁর ভিডিওতে কমেন্ট করে পাশে থাকার বার্তা দিয়েছিলেন দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy)। আর এবার একসঙ্গে আরেক কাণ্ড করলেন দেবচন্দ্রিমা-কিরণ।

সায়ন্তর বিরুদ্ধে মুখ খুলেছেন দেবচন্দ্রিমা-কিরণ (Debchandrima Singha Roy)

সায়ন্ত মোদক, বাংলা ইউটিউব জগতের পরিচিত মুখ। সঙ্গে অভিনয়ও করেন টুকটাক। চলতি মাসে হঠাৎ করেই তাঁর ‘কীর্তি’ ফাঁস হয়ে পড়ে সকলের সামনে। প্রথমেই মুখ খোলেন সায়ন্তর সদ্য প্রাক্তন প্রেমিকা কিরণ। ভিডিওতে আনেন একের পর এক অভিযোগ। বিশেষ করে তাঁর গায়ে অভিনেতা হাত তুলতেন শুনে ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা।

What did debchandrima singha roy and kiran muzamder do together

কিরণের পাশে থেকেছেন দেবচন্দ্রিমা: ওই ভিডিওতেই হাত জোড় করে সায়ন্তর আরেক প্রাক্তন দেবচন্দ্রিমার (Debchandrima Singha Roy) কাছে ক্ষমা চেয়েছিলেন কিরণ। কারণ ‘গোল টেবিল বৈঠক’এ যখন দেবচন্দ্রিমাকে নিয়ে কুরুচিকর আলোচনা হত, তখন তিনি তার প্রতিবাদ করেননি। ওই ভিডিওতে কমেন্ট করে পাশে থাকার বার্তা দিয়েছিলেন দেবচন্দ্রিমা (Debchandrima Singha Roy)। পরে নিজেও একটি ভিডিও বানিয়ে সরাসরি সায়ন্তকে বার্তা দিয়েছিলেন, কিরণের ড্রোন আর মাইক ফেরত দেওয়ার জন্য। সেগুলো ফেরত এসেছে তা আগেই জানিয়েছিলেন দেবচন্দ্রিমা। এবার কিরণের সঙ্গে দেখা গেল তাঁকে।

আরো পড়ুন : ভারতীয় সংস্থা ‘র’-কে নিষিদ্ধ করার সুপারিশ! মার্কিন প্রশাসনে “কান ভারী” করল কে?

কী করলেন দুজনে মিলে: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি স্টোরি শেয়ার করেছেন দেবচন্দ্রিমা (Debchandrima Singha Roy)। সেখানে দেখা গিয়েছে, হাসিমুখে একসঙ্গে বসে রয়েছেন দুজনে। দেবচন্দ্রিমা (Debchandrima Singha Roy) লিখেছেন, ‘এখন জানি যে রাতের আইসক্রিমের ছবি তোলা যায় না কেন! লেট নাইট ড্রাইভ হল, আইসক্রিম খাওয়া হল, এবার কী কিরণ?’

আরও পড়ুন : “তুমি, তুমিই দায়ী…”, দীর্ঘ ৬ বছরের প্রেম, এত বছর পর জিতের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন স্বস্তিকা

এই স্টোরি থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে, দেবচন্দ্রিমা এবং কিরণ এখন বেশ ভালো বন্ধু হয়ে গিয়েছেন। প্রাক্তন প্রেমের তিক্ততা কাটিয়ে পরস্পরের মধ্যে নতুন বন্ধুত্ব খুঁজে পেয়েছেন তাঁরা। নেটিজেনরাও কিরণকে অনুরোধ করেছেন, দেবচন্দ্রিমা যেভাবে তাঁর পাশে থেকেছেন, তাঁর এই সাহায্য যেন তিনি না ভুলে যান।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর