শুভশ্রীকে ছেড়ে রুক্মিনীর সঙ্গে প্রেম! কী এমন দেখেছিলেন? রচনার প্রশ্নে যা জবাব দেন দেব…

বাংলাহান্ট ডেস্ক : টলিউডের অন্যতম চর্চিত জুটি দেব (Dev) এবং রুক্মিনী মৈত্র। অনস্ক্রিনের সঙ্গে সঙ্গে অফস্ক্রিনেও তাঁদের রসায়ন ক্রমে গাঢ় হয়েছে। আর বর্তমানে তাঁদের জুটি টলিপাড়ার সবথেকে জনপ্রিয় জুটি হয়ে উঠেছে। শোনা যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদের পর রুক্মিনীর সঙ্গে সম্পর্ক তৈরি হয় দেবের (Dev)। কিন্তু হঠাৎ রুক্মিনীকেই কেন মনে ধরল অভিনেতার? রচনা বন্দ্যোপাধ্যায় করেছিলেন এমন প্রশ্ন।

রুক্মিনীর সঙ্গে সম্পর্ক কেন হল দেবের (Dev)?

অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় সঞ্চালিত একটি টক শোতে এসেছিলেন রচনা। এ অবশ্য অনেক বছর আগেকার কথা। দেবকে (Dev) তিনি কী প্রশ্ন করতে চান, এর উত্তরেই মনের এই জিজ্ঞাস্য প্রকাশ করেছিলেন রচনা। তিনি প্রশ্ন করেছিলেন, ‘রুক্মিনীর মধ্যে দেব এমন কী দেখলেন যা অন্য কারোর মধ্যে তিনি দেখতে পেলেন না?’

আরো পড়ুন : বাবার কোলে বসে আদুরে মেয়ে, টলিউডের এই স্টারকিড এখন গ্ল্যামারাস নায়িকা! চিনতে পারলেন?

কী উত্তর দেন অভিনেতা: পরে একটি পর্বে দেব (Dev) ওই শোতে এলে রচনার প্রশ্নটি তাঁর সামনে তুলে ধরেন শাশ্বত। উত্তরে খুব সহজ ভাবেই অভিনেতা বলেছিলেন, অনেক সময় স্বার্থ ছাড়াই মিশতে ভালো লাগে। সেই সঙ্গে তিনি এও বলেছিলেন, রুক্মিনীকে দেখে নাকি তাঁর মনে হয়েছিল, তাঁকে তিনি অনেকদিন ধরে চেনেন। যেমনটা জানা যায়, দেবের (Dev) সঙ্গে রুক্মিনীর প্রথম দেখা নাকি একটি ক্লাবের বাইরে।

আরো পড়ুন : ধর্মের টানে ছেড়েছিলেন বলিউড, মা হওয়ার বছর ঘুরতেই দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা প্রাক্তন অভিনেত্রী

দেবের অনুরোধেই অভিনয় রুক্মিনীর: ইন্ডাস্ট্রির একজন খ্যাতনামা প্রযোজক সে সময় নায়িকা খুঁজছিলেন। রুক্মিনীকে দেখে দেবের (Dev) নায়িকা হওয়ার যোগ্য বলে মনে হয়েছিল। সেখানে থেকেই আলাপ এবং বন্ধুত্ব, কালক্রমে যা বন্ধুত্বের দিকে গড়ায়। রুক্মিনী এর আগে জানিয়েছিলেন, দেবের অনুরোধেই তিনি অভিনয় শুরু করেন। দেব ভরসা রেখেছিলেন তাঁর উপর।

What did dev see in rukmini asked rachna

প্রসঙ্গত, রুক্মিনীর প্রথম ছবি ‘ককপিট’। এত বছরের কেরিয়ারে দেবের নায়িকা হিসেবেই বেশি ছবি করেছেন অভিনেত্রী। তবে ইদানিং বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন ছবি নিয়ে। ইতিমধ্যেই বলিউডেও ডেবিউ করে ফেলেছেন রুক্মিনী।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর