বাংলাহান্ট ডেস্ক : প্রেমে পড়লে যে কী হাল হয় তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়। না, তিনি বাস্তবে প্রেম পর্ব মিটিয়ে বিয়ে করে রীতিমতো সংসারী। কিন্তু পর্দায় (Tentulpataa) তো ঋতব্রতা থুড়ি ‘ঝিল্লি’ হাবুডুবু খাচ্ছে ঋষির প্রেমে। চোখে সরষে ফুল দেখার মতোই চারিদিকে দেখতে পাচ্ছে ঋষিকে। তাও আবার ভিন্ন ভিন্ন অবতারে। আর এসবের মাঝে পড়ে কার্যত বেহাল অবস্থা গৌরবের।
‘তেঁতুলপাতা’য় (Tentulpataa) চলছে ভালোবাসার মরশুম
স্টার জলসার ‘তেঁতুলপাতা’ (Tentulpataa) ধারাবাহিকটি ইদানিং বেশ নজর কাড়ছে দর্শকদের। প্রেমের ফুল ফুটেছে ঝিল্লির মনে। অবশেষে সে বুঝতে পেরেছে, ঋষিই তার মনের মানুষ। ব্যস, আর যায় কোথায়! চারিদিকে শুধু ঋষিকেই দেখে যাচ্ছে ঝিল্লি। আর এদিকে বিভিন্ন লুক দিতে গিয়ে করুণ অবস্থা গৌরবের। পুলিশ অফিসার থেকে নাপিত, চটপট লুক বদলে শট দিতে দিতেই কাহিল অভিনেতা।
কী বললেন গৌরব: আজকাল এর সঙ্গে সাক্ষাৎকারে পর্দার ঋষি বলেই দিলেন, এখন তো শুধু ঝিল্লি ঋষির প্রেমে পড়েছে। তাতেই এই! এরপর ঋষিও ঝিল্লির প্রেমে পড়লে যে কী হাল হবে সেটাই ভেবে নাকি হাত পা ঠাণ্ডা হয়ে যাচ্ছে তাঁর। তবে গৌরবের কথায়, সিরিয়ালে (Tentulpataa) তো এমনিতেই বিষয়টা অতিরঞ্জিত ভাবে দেখানো হয়। তার মধ্যে আবার লেখিকা ঝিল্লির কল্পনার জগতের রাজকুমার হতে গিয়ে তাঁর হাল বেহাল।
আরো পড়ুন : বয়স সবে ২০, এখনি বিয়ের সিদ্ধান্ত! এনগেজমেন্টের দিনক্ষণ প্রকাশ্যে আনলেন ‘সঞ্জনা’ অনন্যা
প্রেম নিয়ে জবাব ঋতব্রতার: পর্দায় তো ঋষির প্রেমে হাবুডুবু ঝিল্লি। কখনো ডুবছেন,কখনো আবার ভাসছেন। তবে প্রেমের কথা বলতে গিয়ে খানিক লজ্জাই পেলেন ঋতব্রতা। তাঁর কথায়, ঋষির মতো গোমরা মুখোকে যে ঝিল্লির (Tentulpataa) ভালো লাগবে, সেটা মেনে নিতেই অনেক সময় লেগে গিয়েছে। কিন্তু প্রেমে পড়লে তো আর মন মানে না। তাই সব জায়গায় এখন ঋষিকেই দেখছে ঝিল্লি।
আরো পড়ুন : ২ বছর পর ফের একফ্রেমে দুই ভাই, জি এর একই সিরিয়ালে ফিরলেন ‘গাঁটছড়া’র রাহুল-কুণাল!
ঋষির প্রেমে পড়লেও এখনো মনের কথাটা সাহস করে বলতে পারেনি ঝিল্লি। বাস্তবে কতটা সাবলীল ঋতব্রতা? অভিনেত্রীর উত্তর, প্রেম ব্যাপারটাই লুকোচুরির মতো। একটু আড়াল না থাকলে মজাটাই নেই!