“এটা সঠিক সময় নয়…”, রাজস্থান রয়্যালসের কাছে লজ্জাজনক হারের পর এ কী বললেন হার্দিক?

বাংলা হান্ট ডেস্ক: প্রথমে সন্দীপ শর্মার (Sandeep Sharma) দুর্ধর্ষ বোলিং (নিয়েছেন ৫ টি উইকেট) আর তারপরে রান তাড়া করার সময়ে যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) ঝোড়ো সেঞ্চুরির ওপর ভর করে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) মুম্বাই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) তাদের ঘরের মাঠে ৯ উইকেটে পরাজিত করেছে। এদিকে, এই জয়ে রাজস্থান রয়্যালস প্লে-অফে প্রবেশের জন্য তাদের অবস্থান পুরোপুরি মজবুত করলেও বড় ধাক্কা খেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এমতাবস্থায়, মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandiya) তাঁর বয়ান জানিয়েছেন। সেখানে দলের ব্যাটিং ও বোলিং উভয়েরই উল্লেখ করেছেন তিনি।

ম্যাচের পর হার্দিক বলেন, “শুরুতে আমরা সমস্যায় পড়েছিলাম। কিন্তু তিলক ও নিহাল যেভাবে খেলেছে তা অসাধারণ। আমরা আশানুরূপ ইনিংস শেষ করতে পারিনি। তাই আমরা ১০ থেকে ১৫ রান কম করেছি।” তিনি আরও বলেন, “বোলিংয়ের ক্ষেত্রে আমাদের বলগুলি স্টাম্পে রাখতে হতো, কিন্তু পাওয়ার প্লেতে আমরা সেগুলিকে শরীর থেকে দূরে সরিয়ে দিয়েছে। এই ম্যাচে মাঠে আমাদের সেরা দিন ছিল না। আমরা আমাদের সেরাটা দিতে পারিনি। প্রত্যেকেই তাদের ভূমিকা জানে। আমাদের ভুল সংশোধন করতে হবে এবং ওই ভুলের পুনরাবৃত্তি করলে হবে না।”

What did Hardik Pandya say after the loss to Rajasthan Royals.

খেলোয়াড়দের সম্পর্কে কি জানিয়েছেন: পাশাপাশি, খেলোয়াড়দের সম্পর্কে হার্দিক জানান, “খেলার পর খেলোয়াড়দের কাছে যাওয়ার এটা সঠিক সময় নয়। সবাই পেশাদার। তারা তাদের ভূমিকা জানে। আমরা এই ম্যাচ থেকে শিক্ষা নিতে পারি এবং আমরা যে ভুলগুলি করেছি তা সংশোধন করতে পারি। পাশাপাশি, এটাও নিশ্চিত করতে পারি যে ওই ভুল আবার করব না। প্রোগ্রেস খুবই গুরুত্বপূর্ণ।”

আরও পড়ুন: প্রতিটি ম্যাচেই খাচ্ছেন মার! সমালোচনায় বিদ্ধ হয়ে স্টার্ককে নিয়ে মুখ খুললেন KKR-এর CEO, জানালেন….

তিনি আরও বলেন যে, “দলের মধ্যে এবং ব্যক্তিগতভাবে আমাদের ত্রুটিগুলি মেনে নিতে হবে এবং সেগুলি নিয়ে কাজ করতে হবে। আমি খেলোয়াড়দের সমর্থন করতে পছন্দ করি এবং সর্বদা ভালো ক্রিকেট খেলা, আমাদের পরিকল্পনায় লেগে থাকা এবং আমরা যাতে প্রাথমিক ভুল না করি তা নিশ্চিত করার ওপর ফোকাস থাকবে। ক্রিকেট হল সহজ। যতক্ষণ আমরা এটাকে সহজ রাখি, ততই ভালো।”

আরও পড়ুন: গরমের ছুটিতে দিঘা যাওয়ার আগে জানুন এই নিয়ম! অন্যথায় মিলবে না হোটেল, পড়বেন বড় বিপদে

ঝড় তুলেছিল রাজস্থান: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, মুম্বইয়ের ১৮০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে, যশস্বী জয়সওয়াল ১০৪ রানের অপরাজিত সেঞ্চুরি করেন। পাশাপাশি, বাটলার (৩৫) ও অধিনায়ক সঞ্জু স্যামসন (৩৮ রানে অপরাজিত) দুর্দান্তভাবে খেলে ৮ বল বাকি থাকতেই ১ উইকেটে ১৮৩ রান করে ফেলেন। উল্লেখ্য যে, ৬০ বলের ইনিংসে ৯ টি চার ও ৭ টি ছক্কা হাঁকান জয়সওয়াল।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর