“ছেলেরা একাধিক প্রেম করতে পারে, মেয়েরা করলে…”, যোগিতার সঙ্গে দাম্পত্য নিয়ে বেফাঁস মিঠুন!

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় ছবিতে ‘মিঠুন অধ্যায়’ (Mithun Chakraborty) এই যুগের দর্শকদের কাছেও সমান আকর্ষণীয়। বলিউডের ‘ডিস্কো ডান্সার’ এর বয়স বাড়লেও তাঁকে ঘিরে উন্মাদনা স্তিমিত হয়নি এতটুকুও। দীর্ঘদিন পর বাংলা ছবিতে ফিরেছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। আর ফিরেই একটার পর একটা ধামাকা করে চলেছেন। প্রজাপতি, কাবুলিওয়ালা, শাস্ত্রী, সন্তান এর পর এবার কমেডির ডোজ নিয়ে তিনি এলেন ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’তে।

দাম্পত্য সম্পর্ক নিয়ে অকপট মিঠুন (Mithun Chakraborty)

স্বামী স্ত্রীর দাম্পত্য কলহের আবহে মজার গল্প বলা হয়েছে এই ছবিতে। প্রচারে এসে নিজের ব্যক্তিগত জীবন নিয়েও মুখ খুলতে দেখা যায় মিঠুনকে (Mithun Chakraborty)। একটা সময় একাধিক সম্পর্কে জড়িয়েছেন তিনি। যদিও বর্তমানে যোগিতা বালির সঙ্গে সুখী বিবাহিত জীবন যাপন করছেন মিঠুন (Mithun Chakraborty)। তবুও এখনো কি তিনি প্রেমে পড়েন বা অন্য কাউকে বিয়ে করার ইচ্ছা হয়?

What did mithun chakraborty say on married life

বলিউডে রাজত্ব করেছেন একসময়: সংবাদ মাধ্যমের প্রশ্নে রসিকতার ছলেই মিঠুন (Mithun Chakraborty) বলে ওঠেন, “আমার সময়ে ৯৮ শতাংশ নায়িকা আমার প্রেমে পাগল ছিল। বলিউড পুরো জ্বালিয়ে দিয়েছিলাম”। মিঠুনের কথায়, প্রেমে পড়তে কোনো সমস্যাই নেই তাঁর। তবে কিনা যোগিতা তাঁর খুবই ভালো স্ত্রী। তাঁকে ডিভোর্স দেওয়ার কথা ভাবতেই পারেন না অভিনেতা। কিন্তু বর্তমানে তো আকছার সম্পর্ক ভাঙছে, বিয়ে ভাঙছে। তাঁর এবং যোগিতার মধ্যে যদি কোনো তৃতীয় পুরুষ আসে? শুনেই বিষ্ফোরক মিঠুন (Mithun Chakraborty)!

আরো পড়ুন : এপ্রিলেই বড় চমক রেলের! মিলবে জোড়া উপহার, জানলে হবেন খুশি

তৃতীয় ব্যক্তি নিয়ে বিষ্ফোরক অভিনেতা: মহাগুরুর সটান মন্তব্য, “মানবই না! ছেলে একাধিক প্রেম করতে পারে। মেয়েরা তা করলে বায়োলজিক্যাল সমস্যা”। তবে মিঠুনের (Mithun Chakraborty) মতে, দাম্পত্য সম্পর্কেও তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটতেই পারে। কিন্তু যাই ঘটে যাক না কেন, যদি ভালোবাসা থাকে, তবে দাম্পত্য টিকে যায় ঠিক। বিশ্বাস এবং ভালোবাসাটাই আসল বলে মনে করেন মহাগুরু।

আরও পড়ুন: চাকরি জীবনের শেষ দিনেই মর্মান্তিক পরিণতি, মালগাড়ি দুর্ঘটনায় মৃত্যু লোকো পাইলটের! শোকস্তব্ধ জিয়াগঞ্জ

প্রসঙ্গত, যোগিতা বালিকে বিয়ে করার আগেও একবার বিয়ে করেছিলেন মিঠুন (Mithun Chakraborty)। শোনা যায়, সে সময় মিঠুনের জনপ্রিয়তা দেখেই তাঁর প্রেমে পড়েছিলেন হেলেনা লিউক। কিন্তু বিয়ের পরেই ভাঙে ভুল। মাত্র চার মাস পরে ওই বছরেই ভেঙে যায় তাঁদের সংসার। পরবর্তীতে শ্রীদেবীর সঙ্গেও মিঠুনের প্রেমের জল্পনা তীব্র হয়েছিল। এমনকি শোনা গিয়েছিল, গোপনে নাকি বিয়েও করেছিলেন শ্রীদেবী এবং মিঠুন (Mithun Chakraborty)। কিন্তু এত উথালপাথাল প্রেমও একসময় ফিকে হয়। যদিও সেকথা কখনোই স্বীকার করেননি কেউ। মিঠুন পরবর্তীতে বিয়ে করেন যোগিতাকে। চার ছেলে মেয়ে নিয়ে এখন সুখের পরিবার তাঁদের।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X