ডিসেম্বরের মধ্যেই….রাখঢাক না রেখে এবার বড় ঘোষণা ইউনূসের, ফের চর্চায় বাংলাদেশ

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বাংলাদেশের (Bangladesh) প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনূস (Muhammad Yunus) সোমবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দলকে আশ্বস্ত করেছেন যে তাঁর অন্তর্বর্তী সরকার ডিসেম্বরের মধ্যে সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতা ফখরুল ইসলাম আলমগীর।

কি জানিয়েছেন বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের প্রধান:

আসলে, অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। এখানে তিনি বলেন যে, “ইউনূস আমাদের বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার ক্ষেত্রে কাজ করছেন।”

What did Muhammad Yunus say about Bangladesh.

দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ: আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার সঙ্গে দেড় ঘণ্টার বৈঠকে অংশ নেন। আলমগীর বলেন, প্রতিনিধি দল বাংলাদেশে (Bangladesh) নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। কারণ এটি “এই সরকারের একটি বড় ব্যর্থতা”। তবে সরকার বলেছে যে তারা এটি নিয়ন্ত্রণে কাজ করছে।

আরও পড়ুন: “গৌতম যা করছে তা ঠিক নয়….”, গম্ভীরের ওপর চটলেন ভারতের এই কিংবদন্তি ক্রিকেটার, কিন্তু কেন?

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে: আলমগীর সাম্প্রতিক কিছু ঘটনার ফলেও সরকারের সমালোচনা করেছেন। যেমন ধানমন্ডির ঘটনা। যেখানে বাংলাদেশের (Bangladesh) প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের বাড়ি জনতা ধ্বংস করে দেয়। তিনি বলেন, “সরকার এইসব ঘটনার দায় এড়াতে পারে না এবং এই ঘটনার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে।” আলমগীর আরও বলেন, “দলীয় প্রতিনিধি দল ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, যা সরকারের বড় ব্যর্থতা। তবে সরকার বলেছে যে তারা এটি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।”, এদিকে, সরকারের সাম্প্রতিক নিরাপত্তা অভিযান “ডেভিল হান্ট” নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আলমগীর।

আরও পড়ুন: উত্তরাধিকারী হিসেবে রতন টাটার ১০,০০০ কোটি টাকা কে পাবে? সামনে এল নাম

নিরপরাধ মানুষকে ফাঁসানো চলবে না: আলমগীর তিনি বলেন, “এই অভিযানে নিরপরাধ মানুষকে জড়ানো উচিত নয়।” তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে কোনও স্থানীয় নির্বাচন বিএনপি মেনে নেবে না। এছাড়াও, নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির অপর একটি প্রতিনিধি দল নির্বাচনী প্রস্তুতির খবর নিতে বাংলাদেশের (Bangladesh) প্রধান নির্বাচন কমিশনার এএমএস নাসির উদ্দিনের সঙ্গে দেখা করেছেন বলেও জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর