এবার ক্রিকেটের ময়দানে শুরু “বাগযুদ্ধ”! অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে “কড়া জবাব” দিয়ে কি জানালেন মোদী?

বাংলা হান্ট ডেস্ক: রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় টেস্ট দল (India National Cricket Team) গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দেখা করেছে। অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের প্র্যাকটিস ম্যাচের আগে এই সাক্ষাৎ সম্পন্ন হয়। আগামী ৩০ নভেম্বর ক্যানবেরায় ভারত এ এবং অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার XI-এর মধ্যে একটি প্র্যাকটিস ম্যাচ সম্পন্ন হবে। তার আগে উভয় দলই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এই প্র্যাকটিস ম্যাচের আগে ফেডারেল পার্লামেন্ট হাউসে একটি সংবর্ধনার আয়োজন করেছিলেন। যেখানে রোহিত শর্মা ক্রিকেট এবং দুই দেশের সম্পর্ক নিয়ে বক্তব্য রাখেন।

ভারতের (India National Cricket Team) জয়ের প্রসঙ্গে কি জানালেন মোদী:

এদিকে, প্রধানমন্ত্রী আলবেনিজ তাঁর অফিসিয়াল “এক্স” হ্যান্ডেল থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে একটি বার্তা সহ ওই সাক্ষাতের ছবি শেয়ার করেছেন। পাশাপাশি পোস্টটিতে লেখা হয়েছে, “এই সপ্তাহে মানুকা ওভালে প্রাইম মিনিস্টার XI-এর সাথে দুর্দান্ত ভারতীয় দল (India National Cricket Team) একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে। কিন্তু আমি যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছিলাম, ‘আমি অস্ট্রেলিয়ান দলকে সফল হওয়ার জন্য সমর্থন করছি।””

এদিকে, এই টুইটের জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে মোদী লিখেছেন, “আমার প্রিয় বন্ধু প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজকে ভারতীয় দল (India National Cricket Team) এবং প্রাইম মিনিস্টার XI দলের সঙ্গে দেখে আনন্দিত। টিম ইন্ডিয়া এই সিরিজে দুর্দান্ত শুরু করেছে এবং ১.৪ বিলিয়ন ভারতীয় জোরালোভাবে মেন ইন ব্লুকে সমর্থন করছে। আমি উত্তেজনাপূর্ণ এই খেলার জন্য অপেক্ষা করছি।”

জানিয়ে রাখি যে, ভারত “এ” এবং প্রাইম মিনিস্টার XI-এর মধ্যে প্র্যাকটিস ম্যাচটি মানুকা ওভালে খেলা হবে। যেটি আগামী ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হতে চলা দিবা-রাত্রির টেস্টের জন্য ভালো প্রস্তুতি হিসেবে কাজ করবে। পাঁচ টেস্ট ম্যাচের বর্ডার-গাভাস্কার সিরিজের উদ্বোধনী টেস্টে ভারত (India National Cricket Team) ২৯৫ রানে জিতেছিল। অস্ট্রেলিয়ার মাটিতে রানের নিরিখে এটাই ভারতীয় দলের সবচেয়ে বড় জয় হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন: দ্বিতীয় টেস্টের আগে টিম ইন্ডিয়ার জন্য সুখবর! দলে এন্ট্রি নিলেন এই দুর্ধর্ষ প্লেয়ার, জমে যাবে খেলা

সংসদে ভাষণ দেন রোহিত: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের সময়ে, ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা প্রোটোকল অনুসরণ করেন এবং তাঁর সাথে ভারতের (India National Cricket Team) সমস্ত খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেন। সেই সময়ে, আলবানিজ পার্থ টেস্টে ভারতীয় দলের জয়ের নায়ক জসপ্রিত বুমরাহ এবং বিরাট কোহলির প্রশংসা করেছিলেন। এদিকে, জ্যাক এডওয়ার্ডসের নেতৃত্বাধীন প্রাইম মিনিস্টার XI-ও আলবেনিজের সঙ্গে দেখা করেন।

আরও পড়ুন: ফের দাপট শুরু আম্বানির! কিনে ফেললেন এই কোম্পানির অংশীদারিত্ব, খরচ হল ১২ মিলিয়ন ডলার

এর পাশাপাশি কিছুক্ষণ সংসদে ভাষণও দেন রোহিত। তিনি তাঁর বক্তৃতায়, ভারত (India National Cricket Team) ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের সমৃদ্ধ ইতিহাস তুলে ধরেন। যার মধ্যে ক্রিকেটের প্রতি পারস্পরিক ভালোবাসার বিষয়টি উপস্থাপিত করেন তিনি। রোহিত আরও বলেছিলেন যে ভারতীয় খেলোয়াড়রা অস্ট্রেলিয়ায় খেলার চ্যালেঞ্জ পছন্দ করে এবং খেলোয়াড়রা ওই দেশ এবং সেখানকার সংস্কৃতিকে জানার বিষয়টি উপভোগ করে। রোহিত জানান, অস্ট্রেলিয়ায় ভারত টানা দু’টি টেস্ট সিরিজ জিতেছে। ভারতীয় দল সেই সাফল্যের ওপর ভিত্তি করে অস্ট্রেলিয়া এবং ভারতীয় ক্রিকেট অনুরাগীদের বিনোদন দিতে চায়। এর পাশাপাশি ক্রিকেট কূটনীতি ভারত-অস্ট্রেলিয়া সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ বলেও বিবেচিত করেন তিনি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর