“এটা করতেই হত, দেশের জন্য গর্বের মুহূর্ত….”, “অপারেশন সিঁদুর” প্রসঙ্গে প্রথম প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর

Published On:

বাংলা হান্ট ডেস্ক: পহেলগাঁও-তে ঘটা নৃশংস সন্ত্রাসবাদী হামলার উপযুক্ত জবাব দিতে ভারত (India) মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি লক্ষ্য করে বিমান হামলা চালায়। এই অভিযানের নাম দেওয়া হয়েছে “অপারেশন সিঁদুর”। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল এই নামকরণ করছেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদী।

পাকিস্তানে প্রত্যাঘাত ভারতের (India):

এমতাবস্থায়, এই অভিযানের প্রসঙ্গে ক্যাবিনেট মন্ত্রীদের ব্রিফ করার সময়ে প্রধানমন্ত্রী মোদী সেনাবাহিনীর প্রশংসা করেন। সূত্র অনুযায়ী জানা গিয়েছে যে, “অপারেশন সিঁদুর” সম্পর্কে তথ্য দেওয়ার সময়ে প্রধানমন্ত্রী মোদী জানান যে, “এটি দেশের (India) জন্য একটি গর্বের মুহূর্ত।” এদিকে, এই সফল অভিযানের জন্য ক্যাবিনেটের মন্ত্রীরা প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন জানিয়েছেন।

What did Narendra Modi say about Operation Sindoor India.

জানা গিয়েছে যে, প্রায় ৪ মিনিট ধরে অভিযানের বিভিন্ন দিক ব্যাখ্যা করা হয়। এই বৈঠকে প্রধানমন্ত্রী মোদী জানান যে, “এটি অবশ্যই ঘটত। পুরো দেশ (India) আমাদের দিকে তাকিয়ে ছিল। আমরা আমাদের সেনাবাহিনীর জন্য গর্বিত।”প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরেই, মন্ত্রিসভার সকল সদস্য টেবিল চাপড়ে এই পদক্ষেপকে স্বাগত জানান।

আরও পড়ুন: বারবার একই ভুল! IPL-এ বড়সড় জরিমানার সম্মুখীন হার্দিক সহ গোটা মুম্বাই দল

এদিকে, এই পুরো ঘটনাটির পরিপ্রেক্ষিতে আগামীকাল একটি সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। যার সভাপতিত্ব করবেন রাজনাথ সিং। এই বৈঠকে কেন্দ্র থেকে অমিত শাহ এবং কিরেন রিজজুও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। ওই বৈঠকটি সকাল ১১ টায় ডাকা হয়েছে।

আরও পড়ুন: অপারেশন সিঁদুর “লজ্জাজনক”, বললেন ট্রাম্প! ডোভালের সঙ্গে কথা মার্কিন বিদেশসচিবের, চিন্তায় রাষ্ট্রপুঞ্জ

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, পাহেলগাঁও হামলার জবাবে মধ্যরাতে পাক জঙ্গিঘাঁটিতে প্রত্যাঘাত করে ভারত (India)। ভারতীয় সেনার তরফে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ টি জায়গায় জঙ্গিঘাটি গুঁড়িয়ে দেওয়া হয়। ভারতের এই এয়ারস্ট্রাইকে নিকেশ হয়েছে ৮০ থেকে ৯০ জন জঙ্গি। মূলত, যে সমস্ত জায়গাগুলি থেকে ভারতে সন্ত্রাসবাদী হানার পরিকল্পনা এবং নির্দেশ দেওয়া হয়েছিল সেই জায়গাগুলিতেই ভারত আঘাত হেনেছে বলে জানা গিয়েছে।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X