সংসদে ৯৫ মিনিট ধরে ঝড় তুললেন মোদী! বিরোধীদের কটাক্ষ করে হুঙ্কার প্রধানমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) মঙ্গলবার সংসদে বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদজ্ঞাপন বক্তব্য রাখেন। সেই সময়ে প্রধানমন্ত্রী মোদী জানান যে, “আমি খুব ভাগ্যবান যে দেশের মানুষ আমাকে ১৪ তম বারের মতো রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের উত্তর দেওয়ার সুযোগ দিয়েছেন। গতকাল ও আজকের সকল সম্মানিত সদস্য ধন্যবাদ প্রস্তাবে তাঁদের মতামত ব্যক্ত করেন। এটাই স্বাভাবিক এবং গণতন্ত্রের ঐতিহ্য। যেখানে প্রয়োজন ছিল সেখানে প্রশংসা হয়েছে এবং যেখানে কিছু সমস্যা ছিল, সেখানে কিছু নেতিবাচক কথাও বলা হয়েছে।”

কি জানালেন প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi):

প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) বলেন, “আমরা ২০২৫-এ আছি। একবিংশ শতাব্দীর ২৫ শতাংশ পার হয়ে গেছে। স্বাধীনতার পর বিংশ শতকে এবং একবিংশ শতকের প্রথম ২৫ বছরে কী ঘটেছে তা কেবল সময়ই নির্ধারণ করবে। তবে আমরা যদি রাষ্ট্রপতির ভাষণ পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করি তবে এটি স্পষ্ট যে তিনি আগামী ২৫ বছর এবং একটি উন্নত ভারত সম্পর্কে জনগণকে আশ্বস্ত করেছেন। তাঁদের মধ্যে আস্থা তৈরির কথা বলেছেন। তাঁর ভাষণ একটি বিকশিত ভারতের সংকল্পকে শক্তিশালী করে, নতুন আস্থা তৈরি করে এবং সাধারণ মানুষকে অনুপ্রাণিত করে।”

মোদী (Narendra Modi) জানান, “পাঁচ দশক ধরে আমরা দারিদ্র্য দূরীকরণের স্লোগান শুনেছি। আজ ২৫ কোটি দরিদ্র দারিদ্র্যকে পরাজিত করেছেন। এটা হঠাৎ করে ঘটেনি। দরিদ্রদের সংগ্রামের প্রতি গভীর সংবেদনশীলতার কারণে, নিবেদিত প্রাণ প্রচেষ্টার কারণে এটি পরিকল্পিতভাবে ঘটেছে। যখন কেউ দরিদ্রদের সেবায় তাঁর জীবন উৎসর্গ করেন, তখন সেখানে ফল মেলে। যাঁরা মাটির সাথে যুক্ত, যাঁরা এর বাস্তবতা বোঝে এবং এর জন্য তাঁদের জীবন উৎসর্গ করেন, তাঁরা অবশ্যই পরিবর্তন নিয়ে আসেন।”

 What did Narendra Modi say in the Lok Sabha?

প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) বলেন, “আমরা গরিবদের শুধু খালি স্লোগান দেইনি, সত্যিকারের উন্নয়ন করেছি। দরিদ্রদের সংগ্রাম, সাধারণ মানুষের অসুবিধা এবং মধ্যবিত্তের চ্যালেঞ্জ বোঝার জন্য সত্যিকারের প্রতিশ্রুতি প্রয়োজন। দুঃখের বিষয়, কিছুজনের কাছে এগুলি নেই। যাঁরা বস্তিতে ফটোসেশন করে নিজেদের মনোরঞ্জন করে, তাঁরা সংসদে গরিবদের নিয়ে আলোচনা বিরক্তিকর মনে করবেন।”

আরও পড়ুন: বড় খবর! বিদেশি কোম্পানির কাছে বিক্রি হয়ে যাচ্ছে টাটা গ্রুপের এই ব্যবসা, জানলে হবেন অবাক

মোদী (Narendra Modi) আরও জানান, “প্লাস্টিকের ছাদের নিচে বাস করা কত কঠিন। কিছু মুহূর্ত আছে যখন স্বপ্ন পদদলিত হয় এবং সবাই এটি বুঝতে পারে না। এখনও পর্যন্ত চার কোটি স্থায়ী ঘর পেয়েছে দরিদ্ররা। যাঁরা ওইভাবে জীবন যাপন করেছেন তাঁরা বোঝেন এই বাড়ির অর্থ।” এর পাশাপাশি দেশে ১২ কোটি টয়লেট বানানো হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ODI-তে বড় চমক টিম ইন্ডিয়ার! কেমন হবে প্লেয়িং ইলেভেন?

এর পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) দাবি করেছেন যে, কিছু নেতা “জাকুজি” সহ আধুনিক শাওয়ারকে বিলাসিতা হিসেবে প্রাধান্য দেন। তবে, তাঁর সরকার প্রত্যেক ঘরে জলের সংযোগ পৌঁছে দেওয়ার বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে। ১২ কোটি পরিবারের কাছে পানীয় জল পৌঁছে গিয়েছে। এছাড়াও, মোদী এটাও জানিয়েছেন যে একসময় তাঁর “স্বচ্ছতা‘ অভিযানকেও কটাক্ষ করা হতো।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর