বাংলা হান্ট ডেস্ক: “অপারেশন সিঁদুর” অভিযানের পর এই প্রথম দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির আবহে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী প্রথমেই বলেন, “আমি সবার আগে প্রত্যেক ভারতবাসীর তরফে ভারতের শক্তিশালী সেনাবাহিনী সশস্ত্র বাহিনী গোয়েন্দা সংস্থা বৈজ্ঞানিকদের অভিনন্দন জানাই। অপারেশন সিঁদুরের সাফল্যে আমাদের বীর সৈনিকরা অসীম শৌর্যবীর্য দেখিয়েছেন। আজ আমি এই কৃতিত্ব তাঁদের সাহস এবং বীরত্বের উদ্দেশ্যে উৎসর্গ করছি।”
কী জানালেন মোদী (Narendra Modi):
এরপরেই অপারেশন সিঁদুরের প্রসঙ্গে প্রধানমন্ত্রী (Narendra Modi) স্পষ্ট জানিয়ে দেন, “অপারেশন সিঁদুর এটা শুধু নাম নয়; এই অভিযান দেশের কোটি কোটি মানুষের ভাবনার প্রতিবিম্ব।” প্রধানমন্ত্রী বলেন, গত ২২ এপ্রিল পাহেলগাঁও-তে সন্ত্রাসবাদীরা যে বর্বরতা দেখিয়েছে তা দেশ ও বিশ্বকে হতবাক করেছে। ছুটিতে বেড়াতে যাওয়া নিরীহ মানুষদের ধর্মের ভিত্তিতে তাঁদের পরিবার ও সন্তানদের সামনে নৃশংসভাবে হত্যা করা হয়। প দেশের সম্প্রীতি ভাঙার ঘৃণ্য চেষ্টাও চলেছিল।” এরপরই মোদী বলেন, “সন্ত্রাসবাদীরা আমাদের বোনের সিঁদুর মুছেছিল, এর উত্তরে ভারত জঙ্গিদের হেডকোয়ার্টার উজাড় করে দিয়েছে।” ৬ মে গভীর রাতে ও ৭ মে’র মাঝামাঝি সময়ে সমগ্র বিশ্ব এই অঙ্গীকারকে পরিণত হতে দেখেছে।”
মোদী বলেন, বাহাওয়ালপুর, মুরিদকের মতো জঙ্গিঘাঁটিগুলি বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বিশ্ববিদ্যালয়। ভারতের এই হামলায় ১০০ জনেরও বেশি জঙ্গি খতম হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী (Narendra Modi)। তিনি বলেন, সন্ত্রাসবাদীদের অনেক নেতাই গত আড়াই তিন দর্শকদের পাকিস্তানে অবাধে ঘুরে বেড়াচ্ছিল এবং ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। ভারতের একটি অভিযানে তারা খতম হয়। প্রধানমন্ত্রী বলেন, ভারতের ড্রোন এবং মিসাইলগুলি নির্ভুলভাবে আক্রমণ করেছে। ভারত প্রথম ৩ দিনেই পাকিস্তানকে এমনভাবে ধ্বংস করেছে যেটা তারা কল্পনাও করতে পারেনি।
তিনি (Narendra Modi) স্পষ্ট জানান যে, “ভারতের এই আক্রমণের পর পাকিস্তান বাঁচার রাস্তা খুঁজতে থাকে। আমরা পাকিস্তানের সন্ত্রাসবাদের ভিত্তি গুলিকে ধ্বংসস্তূপে পরিণত করেছি।” তারপরেই পাকিস্তানের DGMO ভারতের DGMO-র সাথে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করেন। তবে প্রধানমন্ত্রী হুঙ্কার দিয়ে জানিয়ে দিয়েছেন, “আমাদের বিমান বাহিনী নৌ বাহিনী BSF এবং সুরক্ষা বাহিনী সর্বদাই সতর্ক রয়েছে। সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইকের পর অপারেশন সিঁদুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের একটি নীতি হিসেবে বিবেচিত হচ্ছে।” অপারেশন সিঁদুর নিউ নরম্যাল পরিস্থিতি তৈরি করেছে বলেও জানান তিনি। এছাড়াও প্রধানমন্ত্রী আজকের ভাষণে “মেড ইন ইন্ডিয়া” অস্ত্রের প্রশংসা করেন।
মোদী (Narendra Modi) জানান যে, “দেশে ফের জঙ্গি হামলা হলে ভারত নিজের পদ্ধতিতে, নিজের শর্তে যোগ্য জবাব দেবে।” এছাড়াও, কোনও “নিউক্লিয়ার ব্ল্যাকমেল” ভারত সহ্য করবে না বলেও তিনি জানান। প্রধানমন্ত্রীর মতে, “আজ বুদ্ধ পূর্ণিমা। ভগবান বুদ্ধ আমাদের শান্তির পথ শিখিয়েছেন। শান্তির পথও শক্তির মধ্য দিয়ে যায়।” তিনি স্পষ্ট জানান, “সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সকলের ঐক্যই হবে সবচেয়ে বড় সাফল্য। এটা অবশ্যই যুদ্ধের যুগ নয় তবে এটা সন্ত্রাসবাদের যুগও নয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। পাক সেনা যেভাবে সন্ত্রাসবাদের খোরাক যোগাচ্ছে তারা একদিন পাকিস্তানকেই শেষ করে দেবে।”
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: