“আমি একজন সেবক হিসেবে এসেছি….”, ভূস্বর্গে টানেল উদ্বোধন করতে গিয়ে সবার মন জিতলেন মোদী

বাংলা হান্ট ডেস্ক: সোমবার জম্মু-কাশ্মীরের গান্ডারবাল পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেখানে তিনি Z-Morh টানেলের উদ্বোধন করেন। সেই সময়ে জম্মু ও কাশ্মীরের জনগণের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, “এই আবহাওয়া, এই তুষার, বরফের সাদা চাদরে ঢাকা এই সুন্দর পাহাড়, এগুলো দেখলে মনটা খুব খুশি হয়ে যায়। ২ দিন আগে আমাদের মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় এই জায়গার কিছু ছবি শেয়ার করেছিলেন। সেই ছবিগুলো দেখার পর আপনাদের মাঝে এখানে আসার আগ্রহ আরও বেড়ে গেল।”

কি জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi):

প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) আরও বলেন, “আজ আমি আপনাদের মধ্যে একজন সেবক হিসেবে একটি বড় উপহার নিয়ে এসেছি। কয়েকদিন আগে আমি জম্মুতে আপনাদের নিজের রেলওয়ে ডিভিশনের শিলান্যাস করার সুযোগ পেয়েছি। যেটা আপনাদের অনেক পুরনো চাওয়া ছিল। আজ আমি সোনামার্গ টানেল দেশ ও আপনাদের কাছে উৎসর্গ করার সুযোগ পেলাম। তার মানে, জম্মু-কাশ্মীর ও লাদাখের আরও একটি পুরনো দাবি আজ পূরণ হয়েছে।”

প্রধানমন্ত্রী (Narendra Modi) বলেন, “শীতের মরশুমে সোনমার্গ টানেলের মাধ্যমে সোনমার্গের সংযোগও বজায় থাকবে। এর মধ্য দিয়ে সোনমার্গসহ এই গোটা এলাকায় নতুন দিক পাবে পর্যটন। আগামী দিনে, জম্মু ও কাশ্মীরে রেল ও সড়ক যোগাযোগের অনেক প্রকল্প সম্পন্ন হতে চলেছে। এখন কাশ্মীর উপত্যকাও রেলপথে যুক্ত হতে চলেছে। আমি দেখতে পাচ্ছি যে এখানেও এই বিষয়ে এক অভূতপূর্ব আনন্দের পরিবেশ বিরাজ করছে।”

What did Narendra Modi say while inaugurating the tunnel.

“প্রতিটি কাজের একটা সময় আছে…”: মোদী (Narendra Modi) বলেন, “কেন্দ্রে আমাদের সরকার গঠনের পর সোনমার্গ টানেলের প্রকৃত নির্মাণ কাজ ২০১৫ সালে শুরু হয়েছিল। আমি খুশি যে এই টানেলের কাজ আমাদের সরকারের অধীনে সম্পন্ন হয়েছে। বিশ্বাস করুন, এই মোদী যদি কাউকে প্রতিশ্রুতি দেন, সেটা পূরণ করে। প্রতিটি কাজের জন্য একটি সময় আছে এবং সঠিক কাজ সঠিক সময়ে হতে চলেছে। জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি পরিবর্তনের অনেক কৃতিত্ব এখানকার মানুষের। নতুন জম্মু ও কাশ্মীরের নতুন যুগ। এখন মানুষ রাতেও আইসক্রিম খেতে লাল চক যাচ্ছে। রাতের সময়েও সেখানে দারুণ ভিড় থাকে।”

আরও পড়ুন: এবার এই রাজ্যের ভোল পাল্টে দেবেন আদানি! করছেন ৬৫,০০০ কোটির বিনিয়োগ

“২০৪৭ সাল পর্যন্ত প্রতিটি দেশবাসী…”: প্রধানমন্ত্রী (Narendra Modi) জানান, “আজ ভারত উন্নতির নতুন উচ্চতার দিকে এগোচ্ছে। প্রতিটি দেশবাসী ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে নিযুক্ত রয়েছেন। এটি তখনই হতে পারে যখন আমাদের দেশের কোনও অংশ, কোনও পরিবার যে না থেকে উন্নতি করে। গত ১০ বছরে, জম্মু ও কাশ্মীরে অনেক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে। যা আমাদের যুব সমাজকে উপকৃত করেছে। জম্মু ও কাশ্মীর এখন টানেল, উঁচু সেতু এবং রোপওয়ের হাব হয়ে উঠছে। বিশ্বের সর্বোচ্চ টানেল এখানে তৈরি হচ্ছে। বিশ্বের সর্বোচ্চ রেল-রোড ব্রিজ, বিশ্বের সর্বোচ্চ ভারতের রেললাইন এখানে নির্মিত হচ্ছে।

আরও পড়ুন: আর চলবেনা খেলোয়াড়দের দাদাগিরি! IPL-এ নিয়ম অমান্য করলেই…..বড় সিদ্ধান্তের পথে BCCI

“কাশ্মীর ভারতের মুকুট…”: প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) বলেন, “কাশ্মীর ভারতের মুকুট। তাই আমি চাই এই মুকুটটি আরও সুন্দর হোক। তআমি আনন্দিত বোধ করছি যে এখানকার যুবক, প্রবীণ এবং ছেলে-মেয়েরা আমাকে এই কাজে সহযোগিতা করছেন। আমি আপনাদের আবারও আশ্বস্ত করছি, মোদী আপনার সাথে ধাপে ধাপে হাঁটবেন। আপনাদের স্বপ্নের পথে আসা সব বাধা দূর করবে।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর