বাংলা হান্ট ডেস্ক: শনিবার পাকিস্তানের (Pakistan) বর্তমান পরিস্থিতির নিন্দা জানিয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ (Nawaz Sharif)। পাশাপাশি, তিনি আত্মবিশ্বাসের সুরে ব্যক্ত করেছেন যে, তাঁর দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) সঙ্কটের মধ্যে থাকা দেশকে বর্তমান অবস্থা থেকে বের করে আনতে “সক্ষম”। এই প্ৰসঙ্গে জানিয়ে রাখি যে, চার বছর পর পাকিস্তানে ফিরছেন শরীফ। এদিকে প্রাক্তন অর্থমন্ত্রী এবং পিএমএল-এনের সিনিয়র নেতা ইশহাক দার জানিয়েছেন যে, পিএমএল-এন সুপ্রিমো ৭৩ বছর বয়সী শরীফ একটি বিশেষ বিমানে দুবাই থেকে ইসলামাবাদে পৌঁছবেন।
শরীফ এক সমাবেশে বক্তব্য রাখবেন: গত শুক্রবার দার জানিয়েছেন, “ইসলামাবাদে প্রায় এক ঘণ্টা কাটানোর পর তিনি মিনার-ই-পাকিস্তানে একটি সমাবেশে ভাষণ দিতে লাহোরের উদ্দেশ্যে রওনা হবেন।” তবে, তার আগে দুবাই বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শরীফ। তাঁর কথায়, দেশের পরিস্থিতি ২০১৭ সালের তুলনায় অনেকটাই খারাপ হয়েছে। উল্লেখ্য যে, সেই সময়ে সুপ্রিম কোর্ট তাঁকে অযোগ্য ঘোষণা করেছিল এবং পরে তাঁকে দু’টি দুর্নীতির মামলায় জবাবদিহি করতেও বলা হয়।
প্রাক্তন প্রধানমন্ত্রী জানিয়েছেন, “পরিস্থিতি ২০১৭-র চেয়ে ভালো নয়… এবং এইসব আমাকে দুঃখ দেয় যে আমাদের দেশ এগিয়ে যাওয়ার পরিবর্তে পিছিয়ে গেছে।” নওয়াজকে উদ্ধৃত করে জিও নিউজ বলেছে, “পাকিস্তানে পরিস্থিতি খুব খারাপ এবং এটা খুবই উদ্বেগজনক।
আরও পড়ুন: ধনকুবেরদের এ কি হাল! ২ দিনে ২২ বিলিয়ন ডলার হারালেন মাস্ক, বড় ধাক্কা পেলেন আম্বানি-আদানিও
এদিকে, দেশে ফেরার আগে দুবাই বিমানবন্দরে সংবাদমাধ্যমকে শরীফ বলেন, “আমরা দেশের সমস্যা সমাধানে সক্ষম।” তিনি আরও জানান, “পাকিস্তানে মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছে এবং এটা বেদনাদায়ক। তবে আশা করছি আমাদের পরিস্থিতির উন্নতি হবে। আমরা সমস্যাটি তৈরি করেছি এবং শুধুমাত্র আমরাই এটি ঠিক করতে পারি।” পাশাপাশি, নির্বাচনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা করার ক্ষমতা পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) রয়েছে।
আরও পড়ুন: পড়াশোনা ছেড়ে পরিশ্রম করেছেন দিনরাত! ২,০০০ টাকা দিয়ে ১০০ কোটি টাকার সাম্রাজ্য গড়েছেন এই যুবক
উল্লেখ্য যে, ২০১৭ সালে দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর এখন তাঁর ভবিষ্যত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, শরীফ জানান, তিনি সবকিছু ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছিন এবং পাকিস্তানে ফিরে আসতে চলেছেন।