বাংলা হান্ট ডেস্ক: জাতিসংঘে আবারও ভারতের (India) বিরুদ্ধে বিষ উগরে দিল পাকিস্তান (Pakistan)। পাশাপাশি, জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী সদস্য মুনির আক্রম (Munir Akram) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) একটি ভাষণও উল্লেখ করেছেন। তিনি বলেন, নতুন ভারত আপনার বাড়িতে এসে আপনাকে হত্যা করে। এদিকে আক্রম সম্প্রতি আমেরিকান পত্রিকায় প্রকাশিত একটি রিপোর্টের বিষয়েও উপস্থাপিত করেন।
এছাড়াও, টার্গেট কিলিং নিয়ে ভারতকে নিশানা করার সময়ে পাকিস্তান খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জার হত্যার কথাও উল্লেখ করেছে। পাকিস্তান বলেছে যে, ভারত সরকার বিদেশের মাটিতে বসবাসকারী রাজনৈতিক প্রতিপক্ষদের নির্মূল করতে পাকিস্তানের অভ্যন্তরে একই ধরণের টার্গেট কিলিং চালাচ্ছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, একটি নির্বাচনী সভায় ভাষণ দেওয়ার সময়ে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে “আজ ভারত ডজিয়ার পাঠায় না। বরং, আজ ভারত সন্ত্রাসবাদীদের ঘরে ঢুকে তাঁদের হত্যা করে।”
খালিস্তানি হরদীপ সিং নিজ্জার হত্যার কথা উল্লেখ করেন: টার্গেট কিলিংয়ের প্রসঙ্গ উত্থাপন করার সময়, পাকিস্তান খালিস্তানি হরদীপ সিং নিজ্জার হত্যার কথাও উল্লেখ করেছে। মুনির বলেন, ভারত সরকার বিদেশের মাটিতে বসবাসকারী রাজনৈতিক প্রতিপক্ষদের নির্মূল করছে। জানিয়ে রাখি যে, মুনির আক্রম ২ মে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময়ে এই বিষয়টি জানান।
আরও পড়ুন: ধোনি ছাড়া নেই গতি! ভারতীয় দলের হেড কোচ নির্বাচনে মাহিকে বড় দায়িত্ব দিল BCCI
পাশাপাশি, পাকিস্তানের বিদেশমন্ত্রী নিরাপত্তা পরিষদ, মহাসচিব এবং জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতিকে পাকিস্তানে ভারতের টার্গেট কিলিংয়ের অভিযান সম্পর্কে অবহিত করেন। মুনির বলেন, এই সন্ত্রাস শুধু পাকিস্তানেই সীমাবদ্ধ নয়। কানাডা, আমেরিকার মতো অন্যান্য দেশেও এই ধরণের প্রচেষ্টা চলছে।
আরও পড়ুন: হয়ে যান সতর্ক! SBI, ICICI Bank, Axis Bank এবং PNB সাবধান করল গ্রাহকদের, নাহলেই হবে…..
উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য: জাতিসংঘে পাকিস্তান অভিযোগ করেছে যে, নতুন ভারত বিপজ্জনক। তারা নিরাপত্তা নয়, বরং নিরাপত্তাহীনতা প্রদান করে। উল্লেখ্য যে, পাকিস্তান এই প্রথম বলল যে নতুন ভারত ঘরে এসে মেরে ফেলবে। এদিকে, মুনির আক্রম তাঁর বক্তৃতায় ভারতকে একটি বিপজ্জনক সত্ত্বা হিসেবে বিবেচিত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের কথা উল্লেখ করে বলেন “আমরাও চুড়ি পরে থাকি না। বরং, আমরাও একটি পারমাণবিক অস্ত্রধারী দেশ।”