“ভারত আক্রমণ বন্ধ করলে আমরাও পিছিয়ে যাব”, ভয় পেয়ে সুর নরম পাকিস্তানের বিদেশমন্ত্রীর

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ভারত (India) ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে, পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার শনিবার বলেছেন, যে ভারত যদি আর কোনও আক্রমণ না চালায়, তাহলে পাকিস্তান পরিস্থিতির উত্তেজনা কমানোর কথা বিবেচনা করবে। তবে, তিনি এটাও স্পষ্ট করে বলেন যে, ভারত যদি নতুন কোনও আক্রমণ চালায়, তাহলে অবশ্যই জবাব দেওয়া হবে।

ভারতের (India) প্রসঙ্গে কী জানালেন পাকিস্তানের বিদেশমন্ত্রী?

তিনি বলেন, “আমাদের ধৈর্যের শেষ হয়ে যাওয়ায় আমরা সাড়া দিয়েছিলাম। ভারত (India) যদি এখানেই থামে, তাহলে আমরাও থামার কথা বিবেচনা করতে পারি।” পাকিস্তানি সংবাদ চ্যানেল জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দার এই কথা বলেন। দার জানান যে, তিনি মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওকে এই বার্তাটি পৌঁছে দিয়েছেন। এদিকে, রুবিও ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের সাথে কথা বলার ২ ঘন্টা পর তাঁকে ফোন করেছিলেন।

What did Pakistan's Foreign Minister say about India.

এদিকে, এই বিবৃতি এমন এক সময়ে এসেছে যখন ভারত (India) “অপারেশন সিন্দুর”-এর মাধ্যমে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯ টি সন্ত্রাসবাদী আস্তানা লক্ষ্য করে প্রত্যাঘাত করে। গত ২২ এপ্রিল পাহেলগাঁড়ে সন্ত্রাসবাদী হামলার পর এই পদক্ষেপ নেয় ভারত। জানিয়ে রাখি যে, দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে এবং সরাসরি বার্তা পুনরুদ্ধারের ক্ষেত্রে উভয় দেশের প্রতি আমেরিকার আবেদনের পর দারের এই নমনীয় অবস্থান সামনে এসেছে।

আরও পড়ুন: জল্পনাই হল সত্যি! টেস্টকে বিদায় জানাতে চান কোহলি, BCCI-এর কাছ থেকে পেলেন “বিরাট” পরামর্শ

“সীমান্তবর্তী এলাকায় সেনা পাঠাচ্ছে পাকিস্তান”: জানিয়ে রাখি, এর আগে, এই দুই দেশের ঘাত-প্রত্যাঘাতের মধ্যে, ভারত (India) শনিবার বলেছে যে পাকিস্তান সেনাবাহিনী সীমান্তবর্তী এলাকায় তাদের সেনা পাঠাচ্ছে। এর ফলে সংঘাত বিপজ্জনকভাবে বৃদ্ধি পাচ্ছে। উইং কমান্ডার ব্যোমিকা সিং এবং বিদেশ সচিব বিক্রম মিসরির সাথে এক সংবাদ সম্মেলনে কর্নেল সোফিয়া কুরেশি বলেন, “এটা লক্ষ্য করা গেছে যে পাকিস্তান সেনাবাহিনী সীমান্তবর্তী এলাকায় তাদের সেনাদের পাঠাচ্ছে।” তিনি বলেন, পাকিস্তান পাঞ্জাবে উচ্চ গতির ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং শ্রীনগর, অবন্তীপুরা এবং উধমপুরের চিকিৎসা কেন্দ্রগুলিতে হামলা চালিয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানের সাথে যুদ্ধের আবহেই বাংলাদেশের বিরুদ্ধে বড় অ্যাকশন ভারতের! চমকে গেল পড়শি দেশ

কুরেশি আরও বলেন, “পাকিস্তানের ও কর্মকাণ্ডের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে।” তাঁর মতে, “পাকিস্তানি সেনাবাহিনী রাত ১ টা ৪০ মিনিটে পাঞ্জাবের বিমান ঘাঁটি লক্ষ্য করে উচ্চ গতির ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। কুরেশি আরও জানান, পশ্চিম সীমান্তে ভারতীয় (India) সামরিক ক্ষেত্রগুলিতে হামলা চালানোর জন্য পাকিস্তান ড্রোন, দূরপাল্লার অস্ত্র, গোলাবারুদ এবং জেট বিমান ব্যবহার করেছে।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X