বাংলাহান্ট ডেস্ক : দেখতে দেখতে এসেও পড়ল বহু প্রতীক্ষিত সেই দিন। আগামীকাল, ১৯ শে জানুয়ারি সাত পাকে বাঁধা পড়বেন শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস। দুজনেই জি বাংলার জনপ্রিয় নায়ক নায়িকা। দুজনেরই সিরিয়ালের সেটে বিয়ে নিয়ে সাজো সাজো রব। কিছুদিন আগেই ‘নিম ফুলের মধু’ টিম পাত পেড়ে আইবুড়োভাত খাইয়েছিল সৃজন ওরফে রুবেলকে। অনস্ক্রিন বরের বিয়ে হয়ে যাচ্ছে বাস্তবে, নায়িকা পল্লবী শর্মার (Pallavi Sharma) কি কোথাও গিয়ে একটু মন খারাপ?
রুবেলের বিয়েতে কী নিয়ে চিন্তিত পল্লবী (Pallavi Sharma)
সিরিয়ালে দীর্ঘ ২০ বছর পর আবার সৃজনকে ফিরে পেয়েছে পর্ণা। যদিও স্মৃতি হারিয়ে সে এখন গিরিধারী ওরফে বাবু সিং। পর্দায় নতুন করে গড়ে উঠছে তাদের বন্ধন, এদিকে বাস্তবে ছাঁদনাতলায় যেতে চলেছেন রুবেল। বিবাহিত নায়কের সঙ্গে রোম্যান্টিক দৃশ্য করতে হবে ভেবে কি চিন্তিত পল্লবী (Pallavi Sharma)?
আদৌ যাবেন বিয়েতে: সংবাদ মাধ্যমের প্রশ্ন অবশ্য হেসেই উড়িয়েছেন অভিনেত্রী। চিন্তা তাঁর একটা আছে ঠিকই। তবে সেটা মাসের তৃতীয় রবিবার ছুটি পাওয়া নিয়ে। তবে পল্লবী (Pallavi Sharma) জানান, যদি ছুটি পান তাহলে সিরিয়ালের সকলে মিলে একসঙ্গেই যাবেন। তখন অন্য রকম করে সাজবেন। আর যদি ছুটি না পান তখন সাজ আবার আলাদা হবে।
আরো পড়ুন : ফের নতুন সিরিয়ালের আমদানি জলসার, কামব্যাক করলেন জনপ্রিয় নায়িকা! কার কপাল পুড়বে এবার?
কার্ড দেখে কী বললেন পর্ণা: রুবেলের রিসেপশনের কার্ড হাতে পেয়েছেন পল্লবী (Pallavi Sharma)। তবে বিয়ের কার্ড তিনি দেখেননি বলেই জানান। কার্ড দেখে বেশ পছন্দ হয়েছে অভিনেত্রীর। তাঁর কথায়, যেন মনে হচ্ছে বাড়ির ছেলেরই বিয়ে। তবে এখন থেকেই ঠাকুরের নাম জগতে শুরু করে দিয়েছেন পল্লবী (Pallavi Sharma), যাতে রবিবার শুটিং থেকে ছুটি পান।
আরো পড়ুন : ‘অনুরাগের ছোঁয়া’য় হ্যাপি এন্ডিং, অবশেষে ইতি সিরিয়ালে? নাকি ফের কোনো চমক!
১৯ তারিখ দমদম ইমামি সিটির বিপরীতে রাজা প্যালেসে বসতে চলেছে শ্বেতা রুবেলের বিয়ের আসর। দীর্ঘ সম্পর্ক, পর্দায় একাধিক বার বিয়ের সিন করার পর এবার বাস্তবে শ্বেতার সিঁথি সিঁদুরে রাঙিয়ে দিতে চলেছেন রুবেল।