মুসলিমরাই প্রথম দেন “ভারত মাতা কি জয়” ও “জয় হিন্দ” স্লোগান! CAA-র সমালোচনা করে জানালেন বিজয়ন

বাংলা হান্ট ডেস্ক: কেরালার (Kerala) মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan) গত সোমবার অর্থাৎ ২৫ মার্চ জানান যে “ভারত মাতা কি জয়” এবং “জয় হিন্দ'” স্লোগান প্রথম দু’জন মুসলিম দ্বারা উত্থাপিত হয়েছিল। পাশাপাশি, তিনি এটাও বলেন যে এমন পরিস্থিতিতে, কোনো সংঘ পরিবারের কি অধিকার আছে এই স্লোগান ত্যাগ করার? উল্লেখ্য যে, ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সিনিয়র নেতা বিজয়ন উত্তর কেরালার মুসলিম অধ্যুষিত জেলা মালাপ্পুরমে বলেছেন যে মুসলিম শাসক থেকে শুরু করে সাংস্কৃতিক নায়ক এবং কর্মকর্তারা দেশের ইতিহাস ও স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

আজিমুল্লাহ খান স্লোগান দেন “ভারত মাতা কি জয়”-পিনারাই বিজয়ন: এদিকে, উদাহরণ দিয়ে বিজয়ন জানান যে, আজিমুল্লাহ খান নামে এক মুসলিম ব্যক্তি “ভারত মাতা কি জয়” স্লোগান দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, “এখানে আসা সঙ্ঘ পরিবারের কিছু নেতা তাদের সামনে বসা লোকদের ‘ভারত মাতা কি জয়’ স্লোগান তুলতে বলেছিলেন। কে দিয়েছে এই স্লোগান? আমি জানি না সঙ্ঘ পরিবার জানে কি না যে ওই ব্যক্তির নাম ছিল আজিমুল্লাহ খান।” তিনি ব্যঙ্গাত্মকভাবে জানান যে, সংঘের পরিবারের সদস্যরা এই স্লোগানটি ব্যবহার করা বন্ধ করবে কিনা তা জানা নেই, কারণ এই স্লোগানটি একজন মুসলিম উত্থাপন করেছিলেন।

আবিদ হাসান “জয় হিন্দ” স্লোগান তুলেছিলেন: কেরালার মুখ্যমন্ত্রী বিতর্কিত নাগরিকত্ব (সংশোধনী) আইনের (CAA) বিরুদ্ধে রাজ্যে সিপিআই(এম) আয়োজিত চতুর্থ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বলেন যে, আবিদ হাসান নামে একজন পুরনো কূটনীতিকই প্রথম “জয় হিন্দ” স্লোগান তুলেছিলেন। বিজয়নের মতে, মুঘল সম্রাট শাহজাহানের পুত্র দারা শিকোহ মূল সংস্কৃত পাঠ থেকে ৫০ টিরও বেশি উপনিষদ পার্সি ভাষায় অনুবাদ করেছিলেন। যা সারা বিশ্বে ভারতীয় গ্রন্থগুলিকে ছড়িয়ে দিতে সাহায্য করেছিল।

What did Pinarayi Vijayan say by criticizing the CAA.

“স্বাধীনতা আন্দোলনে মুসলিমরাও অংশ নিয়েছিল”: তিনি বলেন, ভারত থেকে মুসলমানদের পাকিস্তানে পাঠানোর পক্ষে সঙ্ঘ পরিবারের নেতা ও কর্মীদের এই ঐতিহাসিক প্রেক্ষাপটের সাথে পরিচিত হওয়া উচিত। পাশাপাশি, দেশের স্বাধীনতা আন্দোলনে অন্যদের সঙ্গে মুসলমানরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলেও জানান তিনি।

আরও পড়ুন: সঙ্কটে সাহায্য করেছিল ভারত, বেমালুম ভুলল শ্রীলঙ্কা! ফের চিনের পদহেলন শুরু

এদিকে, CAA প্রসঙ্গে বিজয়ন অভিযোগ করেছেন যে “কেন্দ্রে RSS-নেতৃত্বাধীন বিজেপি সরকার” CAA বাস্তবায়নের মাধ্যমে দেশের মুসলমানদের দ্বিতীয় শ্রেণির নাগরিক করার চেষ্টা করছে। তিনি বলেন, “কেরালার গণতান্ত্রিক সচেতন মানুষ কোনো মূল্যেই এই পদক্ষেপ মেনে নেবে না।” তাঁর মতে, কেন্দ্র দাবি করেছে যে CAA-এর উদ্দেশ্য পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের মতো প্রতিবেশী দেশ থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া। যাঁরা দেশে আশ্রয় চান। তবে এর আসল উদ্দেশ্য হল বাস্তুচ্যুত মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব বাতিল করা। কেরালার মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ছাড়া বিশ্বের কোনো দেশই ধর্মের ভিত্তিতে উদ্বাস্তুদের ভাগ করেনি।

আরও পড়ুন: ১৪ বছরের দীর্ঘ অপেক্ষার হতে চলেছে অবসান! কৃষ্ণনগর-আমঘাটা লাইনে ছুটল ট্রেন, কবে শুরু পরিষেবা?

ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কেরলের বিজেপি নেতা পিকে কৃষ্ণ দাস বিজয়নের সমালোচনা করে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য বাম নেতারাও কি মুসলিমদের তৈরি স্লোগান দিতে প্রস্তুত? এদিকে এর আগে বিজেপি মুখপাত্র সুধাংশু ত্রিবেদী ও বিজয়নের বিরুদ্ধে ভোটের জন্য বিভাজনের রাজনীতি করার অভিযোগ এনেছিলেন। পাশাপাশি তিনি জানান, এই ধরণের “বাসি এবং ১০০ বছরের পুরনো” রাজনৈতিক বিরোধী দলগুলির কোনো ইতিবাচক ফল পড়বে না। কারণ, জনগণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেই রয়েছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর