বাংলাহান্ট ডেস্ক : টলিউড ইন্ডাস্ট্রির খ্যাতনামা নায়কদের মধ্যে সর্বাগ্রে যাঁর নাম আসবে তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। দীর্ঘ সময় অভিনয় জগতে কাটিয়ে টলিউড ইন্ডাস্ট্রির সর্বেসর্বা হয়ে উঠেছেন তিনি। যদিও প্রসেনজিৎ নিজেকে এই ইন্ডাস্ট্রির ‘জ্যেষ্ঠ পুত্র’ বলতেই পছন্দ করেন। বর্তমানে বাংলার পাশাপাশি তিনি চুটিয়ে কাজ করছেন বলিউডেও। আর এক্ষেত্রে তাঁর সঙ্গেই যে আরেকজন অভিনেতার নাম উঠে আসবে, তিনি হলেন যিশু সেনগুপ্ত।
প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) যিশুকে নিয়ে বিষ্ফোরক রচনা
এই দুই নায়কই টলি ইন্ডাস্ট্রির মুখ উজ্জ্বল করছেন বিভিন্ন ক্ষেত্রে। যিশু বাংলা ছাড়াও কাজ করছেন হিন্দি এবং অন্যান্য ভাষায়। ভারতীয় সিনেমার এক অতি পরিচিত নাম হয়ে উঠেছেন তিনি। যদিও বর্তমানে অন্য একটি কারণে বেশ চর্চায় রয়েছেন যিশু। স্ত্রী নীলাঞ্জনার সঙ্গে নাকি সম্পর্ক ভাঙতে বসেছে তাঁর। এমনকি একসঙ্গে করা প্রযোজনা সংস্থা থেকেও বেরিয়ে গিয়েছেন দুজনে। এর মাঝেই এবার দুই জনপ্রিয় নায়ককে নিয়ে বিষ্ফোরক রচনা বন্দ্যোপাধ্যায়।
প্রসেনজিৎকে নিয়ে বিষ্ফোরক রচনা: টলিপাড়ার ‘ইন্ডাস্ট্রি”কে (Prosenjit Chatterjee) নিয়ে রচনার বেফাঁস মন্তব্য ঘিরে চলছে তরজা। আসলে এই ঘটনা বেশ কয়েক বছর আগেকার। ‘অপুর সংসার’ নামে একটি রিয়েলিটি শোতে অতিথি হয়ে এসেছিলেন রচনা। সেখানেই শাশ্বত চট্টোপাধ্যায় তাঁকে প্রশ্ন করেছিলেন, শেয়াল, গাধা আর মুরগি, কাকে কোন তকমাটা দেবেন তিনি?
আরো পড়ুন : হস্টেলে “ব়্যাগিং কালচার” এর বাড়বাড়ন্ত! খারাপ প্রভাব তরুণ প্রজন্মে, অভিযোগ TRP টপার মেগার বিরুদ্ধে
যিশুকে কেন বললেন একথা: উত্তরে রচনা বলে ওঠেন, শেয়াল তো প্রসেনজিৎ (Prosenjit Chatterjee)। শুনে শাশ্বত চমকে উঠতেই অভিনেত্রী বলেন, প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) প্রচণ্ড বুদ্ধিমান। ইন্ডাস্ট্রির ‘শেয়াল পণ্ডিত’ তিনি। অন্যদিকে ‘গাধা’র তকমা তিনি দেন যিশু সেনগুপ্তকে। শাশ্বত উত্তর শুনে হেসে বলে ওঠেন, তাঁর মনমতোই উত্তর। কিন্তু কেন হঠাৎ অভিনেতাকে গাধা বললেন রচনা?
আরো পড়ুন : স্বস্তিকার সঙ্গে প্রেমের গুঞ্জন, সিরিয়ালের ১০০০ পর্বে এসে ‘সূর্য’ দিব্যজ্যোতি বললেন, “কাউকে অন্ধের মতো…”
উত্তরে পর্দার দিদি নাম্বার ওয়ান বলেন, নিজের প্রতিভা অনেক পরে উপলব্ধি করেছেন তিনি। আরো আগে যে জায়গায় তিনি পৌঁছাতে পারতেন, সেখানে পৌঁছাতে তাঁর বেশি সময় লেগে গিয়েছে। অন্যদিকে শাশ্বতকে মুরগি বলেন রচনা। তবে সাধারণ নয়, দেশি মুরগি। কারণ তিনি জানেন যে কীভাবে স্বাদ ধরে রাখতে হয়। তিনি যদি চাইতেন তাহলে বলিউডেও কাজ করতে পারতেন। কিন্তু তিনি বাংলাতেই থেকে কাজ করেছেন এবং সফল হয়েছেন।