বাংলাহান্ট ডেস্ক : মাঝে আর মাত্র একটা সপ্তাহ। তারপরেই টলিপাড়ায় বাজবে বিয়ের সানাই। আগামী ১৯ শে জানুয়ারিই সাত পাকে বাঁধা পড়ছেন ছোটপর্দার অতি জনপ্রিয় জুটি শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya) এবং রুবেল দাস। কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর এবার সম্পর্কটাকে আইনি রূপ দিতে চলেছেন তাঁরা। পর্দার বউয়ের বাস্তবে বিয়ে হচ্ছে। কী বক্তব্য অনিকেত ওরফে রণজয় বিষ্ণুর?
শ্বেতার (Sweta Bhattacharya) বিয়ে নিয়ে মুখ খুললেন রণজয়
সিরিয়ালে শ্যামলী অনিকেতের রসায়ন যেমনি হোক না কেন, বাস্তবে শ্বেতা (Sweta Bhattacharya) রণজয় খুব ভালো বন্ধু। অভিনেতা জানান, অনস্ক্রিন নায়িকার বিয়েতে তিনি তো থাকবেনই, এছাড়াও একটা পরিকল্পনা আছে তাঁর। মজা করে রণজয় বলেন, জি বাংলার ‘মহালয়া’য় তাঁর ‘শিবের বিয়ে’ নামে একটি নাচ বেশ ভাইরাল হয়েছে। তিনি ভেবেছেন, ‘আজ শ্বেতার বিয়ে রে, টোপর মাথায় দিয়ে রে’ গানে নাচবেন।
শ্বেতার প্রশংসা রণজয়ের: শ্যামলী ওরফে শ্বেতার (Sweta Bhattacharya) ভূয়সী প্রশংসা করে রণজয় বলেন, অভিনেত্রী নাকি পাক্কা স্ত্রী, একেবারে ‘ম্যারেজ মেটিরিয়াল’। রণজয়ের কথায়, শ্বেতার (Sweta Bhattacharya) সম্পর্কে তিনটি অপশন দিলে প্রতিটাতেই তিনি ‘ওয়াইফ’ বাছবেন। নিজের শুটিং আর রুবেলকে নিয়েই নাকি থাকেন তিনি।
আরো পড়ুন : চালানো যাবে না হলে, ৪৯ বছর পর ভাইরাল ‘শোলে’র বাদ পড়া দৃশ্য! কী এমন ছিল?
বিয়েতে ছুটি সেটে: সেই ২০০৮-০৯ সাল থেকে পরস্পরকে চেনেন শ্বেতা (Sweta Bhattacharya) রণজয়। নায়িকার জন্য খুবই খুশি তিনি। এখন পুরোদমে কাজ হলেও শ্বেতার (Sweta Bhattacharya) বিয়ে উপলক্ষে নাকি দিন কয়েকের ছুটি থাকতে পারে সেটে। রণজয় জানান, তেমনটা হলে গাড়ি নিয়ে কোথাও বেরিয়ে পড়তে পারেন তিনি।
আরো পড়ুন : কয়েক মাসেই ভাঙে সংসার, দ্বিতীয় বিয়ে তারাপীঠে, অরিজিতের প্রথম স্ত্রী কে ছিল জানেন?
শ্যামলী তো বিয়ে করতে চললেন। অনিকেত কী ভাবছেন ‘সেটল’ করার ব্যাপারে? রণজয়ের স্পষ্ট কথা, প্ল্যান করে যে জীবনে কিছু হয় না তা তিনি বুঝে গিয়েছেন। তাই বিয়ে নিয়ে কোনো প্ল্যানিং তাঁর নেই বলেই জানান রণজয়।