এবার অন্যান্য দেশেও বাজবে ভারতীয় মুদ্রার ডঙ্কা! যা জানালেন RBI গভর্নর

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank Of India) গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das) জানিয়েছেন যে, কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় ব্যাঙ্ক ভারতীয় মুদ্রায় আন্তঃসীমান্ত বাণিজ্যের জন্য দক্ষিণ এশিয়ার দেশগুলির সাথে আলোচনা করছে। পাশাপাশি, দাস আরও বলেছেন, কেন্দ্রীয় ব্যাঙ্ক ডিজিটাল মুদ্রা (CBCD) টেস্টিং প্রসেসের মধ্যে রয়েছে। এমতাবস্থায়, RBI ডিজিটাল মুদ্রা প্রবর্তনের প্রসঙ্গে অত্যন্ত সতর্কতার সাথে এগিয়ে চলেছে। ইতিমধ্যেই, সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল মুদ্রার (CBDC) পাইলট প্রকল্পের সফল প্রবর্তনের পর, গত বছরের ১ ডিসেম্বর, খুচরো CBDC-এর পাইলট প্রকল্পও চালু করেছে।

ব্যবসা এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে: এই প্রসঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) একটি সম্মেলনে ভাষণ দেওয়ার সময়ে RBI গভর্নর জানিয়েছেন ২০২২-২৩ সালের বিশ্ব বাণিজ্যিক দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্য রেখে, দক্ষিণ এশীয় অঞ্চলে বৃহত্তর আন্তঃ-আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

তাঁর মতে, “কেন্দ্রীয় ব্যাঙ্কের প্রাথমিক স্তরে সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ মাত্রা হল ভাগ করা লক্ষ্য এবং চ্যালেঞ্জগুলির বিষয়ে একে অপরের কাছ থেকে শেখা। ক্রস বর্ডার বাণিজ্যে ভারতীয় মুদ্রার প্রচার এবং CBDC-র দিকে RBI ইতিমধ্যেই এগিয়ে যেতে শুরু করেছে। এই ক্ষেত্রেও সহযোগিতা আরও বাড়ানো যেতে পারে।”

বাহ্যিক ধাক্কা অর্থনীতিতে চাপ সৃষ্টি করেছে: RBI গভর্নর করোনা, মুদ্রাস্ফীতি, আর্থিক বাজারের কঠোরতা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রধান চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষিণ এশীয় অঞ্চলের জন্য ছয়টি নীতি অগ্রাধিকারের রূপরেখা দিয়েছেন। তিনি বলেছেন, বেশ কয়েকটি বাহ্যিক ধাক্কা দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে চাপ তৈরি করেছে।

rbi ekyc

এছাড়াও তিনি জানান, মুদ্রাস্ফীতিকে কম করার লক্ষ্যে বিশ্বাসযোগ্য মেট্রিক নীতি, সরবরাহের ক্ষেত্রে হস্তক্ষেপ, রাজস্ব বাণিজ্য নীতি এবং প্রশাসনিক ব্যবস্থাগুলি সফলভাবে মুদ্রাস্ফীতি কমিয়ে আনার মূল হাতিয়ার হয়ে উঠেছে। গভর্নর বলেন, মূল্য স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেওয়া দক্ষিণ এশীয় অঞ্চলের জন্য অন্যতম বিকল্প হতে পারে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর