বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় চলচ্চিত্র জগতের একজন জীবিত কিংবদন্তি রেখা (Rekha)। তাঁকে নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন, তাঁর গ্ল্যামার, ব্যক্তিত্বের কাছে এসে থেমে যায় সমস্ত বিতর্ক। নিজের উপস্থিতি, অভিনয় পারদর্শিতা দিয়ে নিন্দুকদের মুখ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। অভিনয় কেরিয়ারে বহুল খ্যাতি পেয়েছেন রেখা (Rekha)। অনেকের কাছেই হয়ে উঠেছেন নিদর্শন। কিন্তু তাঁর জীবনেও রয়ে গিয়েছে প্রচুর না পাওয়া। মাঝে মাঝে সেই সব না পাওয়া গুলি নিয়ে মুখ খুলতে দেখা যায় তাঁকে।
লতা মঙ্গেশকরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল রেখার (Rekha)
সম্প্রতি কপিল শর্মার শোতে এসে ব্যক্তিগত জীবন নিয়েও নানান কথা শেয়ার করতে দেখা গিয়েছে রেখাকে (Rekha)। তিনি যেমন জানিয়েছেন, আজও তিনি নিয়মিত কউন বনেগা ক্রোড়পতি শো দেখেন, তেমনি আরো একটি বিষয় উঠে আসে তাঁর কথায়। সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের কথা শোতে শেয়ার করেন রেখা (Rekha)।
মিমিক্রিতে পারদর্শী রেখা: কপিলের কথার প্রসঙ্গে বর্ষীয়ান অভিনেত্রী জানান, আগেকার সময়ে লতা মঙ্গেশকর সহ অন্যান্য শিল্পীরা গান গাওয়ার আগে জিজ্ঞাসা করতেন, কার জন্য গাইছেন তাঁরা। রেখার (Rekha) কথার রেশ ধরেই কপিল জানান, অভিনেত্রী নাকি খুব ভালো নকল করতে পারেন। কাউকে কিছু সময়ের জন্য দেখেই তাঁকে হুবহু নকল করতে পারেন তিনি। কপিল রেখাকে (Rekha) অনুরোধ করেন লতা মঙ্গেশকরের একবার মিমিক্রি করতে। তবে তা প্রত্যাখ্যান করেন অভিনেত্রী।
আরো পড়ুন : হাসিনা সরকার পতনের জের, বাংলাদেশি ছবি থেকে বাদ ঋতুপর্ণা, জায়গা নিলেন শ্রীলেখা!
কী ইচ্ছা প্রকাশ করেন রেখা: তার বদলে সুরসম্রাজ্ঞীর বিষয়ে একটি অজানা কথা শেয়ার করেন রেখা (Rekha)। পুরনো স্মৃতি রোমন্থন করে তিনি বলেন, একবার লতা মঙ্গেশকরের জন্মদিনে তাঁকে অনুষ্ঠানে মঞ্চে ডাকেন গায়িকা। মঞ্চে সকলের সামনেই রেখা (Rekha) বলেছিলেন, ‘আমি আপনার এত বড় ভক্ত, ঈশ্বর আপনি যদি আমার কথা শুনতে পান, তাহলে আমার অনুরোধ রইল, পরের জন্মে যেন লতা দিদির মতো এক কন্যাসন্তান হয় আমার’।
আরো পড়ুন : মিস ওয়ার্ল্ডের মঞ্চে প্রথম দেখা, প্রিয়াঙ্কা তখন ১৮-র তরুণী, স্বামী নিকের বয়স কত ছিল জানেন?
রেখার কথার উত্তরে মিষ্টি হেসে লতা মঙ্গেশকর বলেছিলেন, ‘পরের জন্ম কেন, এই জন্মেই আমি তোমার মেয়ে’। অভিনেত্রী জানান, সেই থেকে তাঁকে ‘মাম্মা’ বলেই ডাকতেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী।