বাংলা হান্ট ডেস্ক: ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ৩ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আগামী ১৬ অক্টোবর থেকে। যার প্রথম ম্যাচটি হবে বেঙ্গালুরুতে। এদিকে, ওই ম্যাচের একদিন আগে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) মিডিয়ার সাথে কথা বলার সময়ে নিজের মতামত জানিয়েছেন।
শামির বিষয়ে বড় প্রতিক্রিয়া দিলেন রোহিত (Rohit Sharma):
তিনি এই সিরিজ নিয়ে কথা বললেও রোহিত শর্মা (Rohit Sharma) মহম্মদ শামিকে নিয়েও বড় প্রতিক্রিয়া দিয়েছেন। যেটি ভারতীয় দলের জন্য চিন্তার বিষয় হতে পারে। কারণ, মহম্মদ শামি এখনও পুরোপুরি ফিট নন। এমতাবস্থায়, তিনি নিউজিল্যান্ড সিরিজে সুযোগ পাননি। তবে, পরবর্তী সিরিজগুলিতে তাঁর সুযোগ পাওয়া নিয়ে জল্পনা শুরু হলেও এবার সামনে এল উদ্বেগের বিষয়।
Rohit Sharma said, “it’s difficult to make a call on Mohammad Shami for the Australia series. He had a swelling in his knees. That put him back a little bit and had to start again. He’s at the NCA, we don’t want to bring undercooked Shami to Australia, but fingers crossed”. pic.twitter.com/nitQF2HHQX
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 15, 2024
মহম্মদ শামি এখনও পুরোপুরি ফিট নন: রোহিত শর্মা (Rohit Sharma) স্পষ্টভাবে বলেছেন যে মহম্মদ শামি এখনও পুরোপুরি ফিট হননি এবং তার হাঁটু ফুলে গেছে। যার কারণে তাঁকে ফের সুস্থ হওয়ার প্রক্রিয়া শুরু করতে হবে। জানিয়ে রাখি যে, মহম্মদ শামি বর্তমানে চিকিৎসক ও ফিজিওর সাথে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি তথা NCA-তে রয়েছেন। রোহিত আরও জানান যে, “শামি পুরোপুরি ফিট না হলে আমরা তাঁকে অস্ট্রেলিয়ায় নিতে চাই না।” এর পাশাপাশি রোহিত জানান যে, “সত্যি কথা বলতে, অস্ট্রেলিয়া সিরিজের জন্য তাঁর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া কঠিন।” এর মানে হল, শামি আদৌ পরবর্তী সিরিজে টিম ইন্ডিয়ার অংশ হবেন কি না তা নিয়ে সাসপেন্স রয়েছে।
আরও পড়ুন: অবিলম্বে ভারত ছাড়ুন….ট্রুডোর কারণেই একইসাথে কানাডার ৬ কূটনীতিককে বহিষ্কার করল দিল্লি
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ খেলা হবে: জানিয়ে রাখি যে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। এমতাবস্থায় এই সিরিজ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। কারণ, এই টেস্ট সিরিজ সম্পন্ন হবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে। আগামী বছরের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে কোন দল ফাইনালে খেলবে তা এই সিরিজই ঠিক করবে। এই মুহূর্তে ভারত ও অস্ট্রেলিয়াকে এর জন্য শক্তিশালী প্রতিযোগী বলে মনে হচ্ছে। কিন্তু মাত্র কয়েকটি ম্যাচের ফলাফল ছক ঘুরিয়ে দিতে পারে। তাই প্রতিটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
প্রতি ম্যাচেই জয়ের জন্য খেলছে টিম ইন্ডিয়া: এদিকে, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে হতে চলা প্রথম টেস্ট প্রসঙ্গে রোহিত শর্মা (Rohit Sharma) বলেন, টিম ইন্ডিয়া যখন কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে খেলেছিল, তখন বৃষ্টির কারণে দুই দিনের খেলা হয়নি। এরপর বৃষ্টি থেমে আবার ম্যাচ শুরু হলেও দলটি জয়ের পথ খুঁজে পেয়েছে। রোহিত বলেন যে, তিনি জানেন না এখন কি ঘটতে চলেছে। তাঁর মতে, “আমাদের সামনে কী ঘটতে যাচ্ছে তা আমরা দেখব এবং তারপর সিদ্ধান্ত নেব। আমরা ম্যাচ জেতার চেষ্টা করতে চাই।”