চেন্নাই টেস্টে একটা জিনিসই সবথেকে বেশি প্রভাবিত করেছে রোহিতকে! জয়ের পর জানালেন হিটম্যান

বাংলা হান্ট ডেস্ক: রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া ২৮০ রানের বিশাল ব্যবধানে বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই টেস্টে জয় ছিনিয়ে নিয়েছে। শুধু তাই নয়, এই জয়ের ওপর ভর করে ভারত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিকে আরও এক ধাপ এগিয়ে গিয়েছে। এদিকে, প্রথম টেস্ট ম্যাচে জয়ের পর দলের ধারালো বোলিং লাইনআপের প্রশংসা করেছেন অধিনায়ক রোহিত শর্মা।

কি জানিয়েছেন রোহিত (Rohit Sharma):

তিনি জানিয়েছেন ভারত হোক কিংবা বিদেশ যেকোনও কঠিন পরিস্থিতি মোকাবিলার জন্য তাঁর কাছে প্রয়োজনীয় অস্ত্র রয়েছে। আসলে, এই বড় জয়ে বোলাররা দুর্দান্ত পারফর্ম করেছেন। যার পরে ভারতীয় অধিনায়ককে বেশ সন্তুষ্ট দেখাচ্ছিল। ম্যাচ শেষে রোহিত (Rohit Sharma) জানান, “আমরা দেশে বা বিদেশে খেলি না কেন, আমরা বোলিংকে ঘিরে দল গড়তে চাই। যেকোনও পরিস্থিতি মোকাবিলায় আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে।”

   

রোহিত (Rohit Sharma) বলেন, “গত কয়েক বছরে আমরা যেখানেই ক্রিকেট খেলেছি, আমাদের বোলিং আক্রমণ দুর্দান্ত হয়েছে। ফাস্ট বোলিং হোক বা স্পিন, প্রতিটি ক্ষেত্রেই নিজেদের দিক থেকে ভালো পারফর্ম করেছে বোলাররা। আমাদের খেলোয়াড়দের কৃতিত্ব দিতে হবে। কারণ যখনই কোনও দায়িত্ব আসে তাঁরা পিছিয়ে না গিয়ে যুদ্ধ করেন। আমাদের বোলাররা সবসময় তাঁদের হাত এগিয়ে দিতে চান।”

আরও পড়ুন: গ্রাহকদের আকৃষ্ট করতে এবার নয়া চাল Vi-র, 200 টাকার কম দামে লঞ্চ হল 4 টি নতুন রিচার্জ প্ল্যান

লাল মাটির পিচে ধৈর্য দেখানো জরুরি: উল্লেখ্য যে, চেন্নাইয়ের লাল মাটির পিচে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলিকে ব্যাটিংয়ের ক্ষেত্রে লড়াই করতে দেখা গেছে। এই টেস্ট ম্যাচের দুই ইনিংসেই রান করতে পারেননি দু’জনই। যদিও, দলের সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে রোহিত বলেন, “লাল মাটির পিচে সবসময় কিছু অ্যাকশন দেখা যায়। এই ধরণের উইকেটে ধৈর্যের প্রয়োজন। আমরা ব্যাট হাতে ধৈর্য দেখিয়েছি, যার কারণে আমরা বড় রান তুলতে পেরেছি। ব্যাটারদের পাশাপাশি বোলাররাও এই সারফেসে ধৈর্য দেখিয়েছিলেন। যার ফল দেখা গিয়েছিল।”

আরও পড়ুন: বাজারে উঠবে ঝড়! 16GB RAM ও Snapdragon 8 Gen 4 চিপ সহ লঞ্চ হতে চলেছে iQOO 13, কত হবে দাম?

জানিয়ে রাখি যে, ভারত বাংলাদেশকে হারিয়ে ২ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। সিরিজের দ্বিতীয় ম্যাচটি আগামী ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরের গ্রিন পার্কে সম্পন্ন হবে। এর পরে টিম ইন্ডিয়াকে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো বড় দলের সাথে টেস্ট ম্যাচ খেলতে হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর