ভারতে পর্ন বা সেক্স ভিডিও দেখা বেআইনি ! RTI এর জবাবে কি জানালো কেন্দ্র? জেনে নিন

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে কেন্দ্রীয় নির্দেশে নীল ছবির দুনিয়ায় কড়াকড়ি নিয়ে সরব অনেকেই। ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা (ISP) এবং টেলিকম সংস্থাগুলি এর পিছনে কেন্দ্রের হস্তক্ষেপ সরাসরি স্বীকার না করলেও এবার এই হস্তক্ষেপ এবার মেনে নিল কেন্দ্রীয় সরকারই।ভাজপা সরকারের আমলে ইন্টারনেট দুনিয়া থেকে উধাও অন্তত ৯০০ সাইট। যার প্রায় সবই পর্ন সাইট বলে দাবি।

এক RTI-এর জবাবে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক জানায়, Airtel, Jio, BSNL এবং অন্য টেলিকম সংস্থাগুলি শতাধিক পর্ন সাইটকে ব্লক করে দাওয়াই এই ওয়েবসাইটগুলি অ্যাকসেস করতে গেলে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রকের (DoT) নিষেধাজ্ঞার উল্লেখ থাকে।
আদালতের নির্দেশের ভিত্তিতেই এই সিদ্ধান্ত বলেও জানিয়েছে DoT। সূত্র অনুযায়ী, শুধু উত্তরাখণ্ড আদালতের নির্দেশের ভিত্তিতেই ৮৫৭টি ওয়েবসাইটকে ব্লক করা হয়েছে বলে ।

ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশনের তথ্য অধিকার আইনের জবাবে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘পর্ন দেখা ব্যক্তিগত পছন্দের বিষয়। তাই এদেশে তা বেআইনি নয়। তবে চাইল্ড পর্ন দেখা বা কোনওভাবে তা রেকর্ড করা বা জড়িত থাকা আইনত দণ্ডনীয়।’


সম্পর্কিত খবর