রোহিতের বডি শেমিং! “দলে জায়গা পাওয়াই উচিত নয়….”, বিরাট দাবি তৃণমূল সাংসদ সৌগত রায়ের

বাংলা হান্ট ডেস্ক: ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ভারতীয় দল দুর্দান্ত পারফর্ম করছে। এদিকে, কংগ্রেস পার্টির মুখপাত্র শামা মোহাম্মদ রোহিত শর্মাকে “মোটা” এবং “অকার্যকর” অধিনায়ক বলেছেন। কংগ্রেস মুখপাত্রের এই বক্তব্যে দেশে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে। বিজেপি এই বক্তব্যকে ইতিমধ্যেই “বডি শেমিং” এবং অপমানজনক বলে অভিহিত করেছে। বিষয়টি শুধু এখানেই থেমে নেই। এবার রোহিত শর্মার বিষয়ে কংগ্রেস মুখপাত্রের বক্তব্যকে সমর্থন করেছেন তৃণমূল কংগ্রেস নেতা সৌগত রায়ও।

রোহিত শর্মার (Rohit Sharma) বিষয়ে কী জানিয়েছেন সৌগত রায়:

কী জানিয়েছেন সৌগত রায়: রোহিত শর্মার (Rohit Sharma) বিষয়ে দেওয়া বক্তব্যকে সমর্থন করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়ও। এর পাশাপাশি তিনি রোহিত শর্মার সমালোচনাও করেছেন। সৌগত রায় বলেছেন, “কংগ্রেস নেত্রী যা বলেছেন তা ঠিক।” এমনকি, রোহিত শর্মার দলে থাকা উচিত নয় বলেও জানান তিনি।

শামা মোহাম্মদ “সাফাই” দিয়েছেন: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) নিয়ে তাঁর টুইটের প্রসঙ্গে কংগ্রেস নেত্রী শামা মহম্মদ বলেছেন- “আমি কাউকে অপমান করার জন্য টুইট করিনি। সেই টুইটে আমি বলেছিলাম যে একজন খেলোয়াড় হওয়ার পরিপ্রেক্ষিতে তাঁর (রোহিত শর্মা) ওজন বেশি। এটা বডি শেমিং নয়।”

আরও পড়ুন: ঘুরে গেল খেলা! এবার আদানিকে বড় স্বস্তি দিলেন ট্রাম্প, অবাক গোটা বিশ্ব

শামা আরও জানান, “আমি বলেছিলাম তিনি একজন অকার্যকর অধিনায়ক। কারণ আমি তাঁকে (Rohit Sharma) আগের অধিনায়কের সাথে তুলনা করেছি… মহম্মদ শামির পাশে যখন বিরাট কোহলি ছিলেন তখন বিজেপির লোকজন কেন আক্রমণ করেছিল? তিনি একজন ভালো অধিনায়ক ছিলেন… তিনি খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং রান করেন। ভালো করার জন্য অন্য দলের খেলোয়াড়দেরও প্রশংসা করেন তিনি। আমার মতে বিরাট একজন ভালো অধিনায়ক…আমি একজন খেলোয়াড়। তাই ফিটনেস নিয়ে কথা বলি। আজকাল প্রধানমন্ত্রীও ফিট ইন্ডিয়া নিয়ে কথা বলছেন… খেলোয়াড়দের ফিট হওয়া উচিত।”

আরও পড়ুন: KKR-এর বড় চমক! এই বিশেষ কারণের জন্যই রাহানেকে করা হল অধিনায়ক

কংগ্রেসের ওপর ক্ষুব্ধ বিজেপি: এদিকে, ইতিমধ্যেই এই বিষয়টির পরিপ্রেক্ষিতে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা কংগ্রেস নেতা শামা মোহাম্মদের করা টুইট সম্পর্কে বলেছেন, “… রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে কংগ্রেস দলও ভারতীয় ক্রিকেট দল নিয়ে প্রশ্ন তুলেছে। এই বিবৃতি কোনও কাকতালীয় ঘটনা নয়। কিন্তু এটি একটি ইচ্ছাকৃত বিষয়। কংগ্রেস এই ঘটনায় এখনো কোনও ব্যবস্থা নেয়নি এবং কোনও ব্যবস্থা নেবেও না…কংগ্রেস ভারতকে ঘৃণা করে। এদিকে, বিজেপি নেত্রী রাধিকা খেদা বলেছেন, “কংগ্রেস মুখপাত্রের দ্বারা রোহিত শর্মার (Rohit Sharma) বডি শমিং রীতিমতো দুঃসাহসিক ব্যাপার। এই কংগ্রেস যারা কয়েক দশক ধরে খেলোয়াড়দের লাঞ্ছিত করেছে। তারা খেলোয়াড়দের চিনতে পারেনি এবং এখন ক্রিকেট কিংবদন্তীকে নিয়ে মজা করার সাহস করছে? যে দল স্বজনপ্রীতিতে বিকশিত হয় তারা স্ব-নির্মিত চ্যাম্পিয়নদের বক্তৃতা দিচ্ছে?”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর