বাংলা হান্ট ডেস্ক: ১ টা-২ টো নয়, এবার রাজ্যের এক্কেবারে ৭ টি পণ্য পেল জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন তথা GI ট্যাগ। যেটি নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের জন্য একটি বড় সুখবর হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে, এই ৭ টি জিনিসের মধ্যে রয়েছে বিষ্ণুপুরের বিখ্যাত মতিচুরের লাড্ডুও। ইতিমধ্যেই বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan) এই প্রসঙ্গে একটি ফেসবুক পোস্ট করে বিষয়টি সকলের সামনে উপস্থাপিত করেন।
ফেসবুকে পোস্ট করে খুশি প্রকাশ সৌমিত্রর (Saumitra Khan):
জানিয়ে রাখি যে, কেন্দ্রীয় সরকারের শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন বিভাগ বিভিন্ন পণ্য এবং প্রাকৃতিক সম্পদের যথাযথ বাণিজ্যিক ব্যবহারের লক্ষ্যে প্রদান করে GI ট্যাগ। এখনও পর্যন্ত সমগ্র দেশজুড়ে ৫০৯ টি পণ্য এই ট্যাগ পেয়েছে। এমতাবস্থায়, পশ্চিমবঙ্গে এহেন পণ্যের সংখ্যা এবার বেড়ে দাঁড়াল ৩২-এ।
আরও পড়ুন: হলুদ ধাতু বদলে দেবে দেশের ভাগ্য? ভারতেই লুকিয়ে ছিল সোনার ভাণ্ডার, অবশেষে মিলল সন্ধান
নতুন করে এই ৭ টি পণ্য পেয়েছে GI ট্যাগ: প্রসঙ্গত উল্লেখ্য যে, রাজ্যের যে আরও ৭ টি পণ্য GI ট্যাগ পেয়েছে সেগুলির মধ্যে রয়েছে মালদার নিস্তারি রেশম সুতো, নলেন গুড়ের সন্দেশ, বিষ্ণুপুরের মতিচুরের লাড্ডু, রাঁধুনিপাগল চাল, মুর্শিদাবাদের ছানাবড়া, বারুইপুরের পেয়ারা এবং কামারপুকুরের সাদা বোঁদে।
আরও পড়ুন: MI-CSK-ও পেলনা পাত্তা! সবাইকে চমকে দিয়ে IPL-এ নয়া ইতিহাস গড়ল KKR, জানলে হবেন অবাক
কী জানিয়েছেন সৌমিত্র: এদিকে, বিষ্ণুপুরের মতিচুর লাড্ডুর GI ট্যাগ পাওয়ার বিষয়ে অত্যন্ত খুশি হয়েছেন সৌমিত্র খাঁ (Saumitra Khan)। ফেসবুকে তিনি জানিয়েছেন, “আমার কাছে আজকে খুব আনন্দের বিষয়। কারণ আমাদের বিষ্ণুপুরের মতিচুর লাড্ডু GI ট্যাগ পেয়েছে। এক সময়ের মল্লরাজাদের রাজধানী ‘বিষ্ণুপুরের মোতিচুরে’-র লাড্ডু GI অর্থাৎ ভৌগলিক স্বীকৃতি পেল; খুশী স্থানীয় কারিগর থেকে বিক্রেতারা।”
তিনি (Saumitra Khan) আরও জানান, “এই লাড্ডুর জন্ম বিষ্ণুপুরেই। তাই এই মিষ্টির GI-এর একমাত্র দাবিদার বিষ্ণুপুরই। সুস্বাদু এই মোতিচুরের লাড্ডুর GI স্বীকৃতিতে গর্বিত হল বিষ্ণুপুর তথা সমগ্র বাঁকুড়া।”